বিষয়বস্তুতে চলুন

জাহাঙ্গীর আলম (সমাজবিজ্ঞানী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
জাহাঙ্গীর আলম
উপাচার্য
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৯ সেপ্টেম্বর ২০২৪
পূর্বসূরীসৌমিত্র শেখর দে
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, থাইল্যান্ড
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

জাহাঙ্গীর আলম একজন বাংলাদেশী সমাজবিজ্ঞানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

জাহাঙ্গীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৮ সালে স্নাতক ও ১৯৮৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ১৯৯৯ সালে নগর পরিকল্পনা, ভূমি ও আবাসন উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর এবং ২০১১ সালে গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

জাহাঙ্গীর আলম ১৯৯৫ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। তিনি ১৯৯৮ সালে সহকারী অধ্যাপক হন। ২০০৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। এরই ধারাবাহিকতায় তিনি ২০১২ সালে একই বিভাগের সহযোগী অধ্যাপক ও ২০২২ সালে অধ্যাপক পদে উন্নীত হন।[] ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন[] এবং ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।[]

গবেষণা ও প্রকাশনা

[সম্পাদনা]

দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার প্রায় ২ ডজন গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি ২টি বইয়ের রচয়িতা।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাহাঙ্গীর আলম"বাংলা ট্রিবিউন। ১৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪ 
  2. "ড. মো. জাহাঙ্গীর আলমের জীবনবৃত্তান্ত"ঢাকা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪ 
  3. "কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. জাহাঙ্গীর আলম"আজকের পত্রিকা। ১৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪ 
  4. "নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক জাহাঙ্গীর আলমের যোগদান"চ্যানেল২৪বিডি.টিভি। ১৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]