জাহাঙ্গীর আলম (মেজর জেনারেল)
মেজর জেনারেল জাহাঙ্গীর আলম | |
|---|---|
| জন্ম নাম | মোহাম্মদ জাহাঙ্গীর আলম |
| জন্ম | ২৮ নভেম্বর ১৯৭০ কুমিল্লা জেলা |
| আনুগত্য | |
| সেবা/ | বাংলাদেশ সেনাবাহিনী |
| কার্যকাল | ১৯৯২ - বর্তমান |
| পদমর্যাদা | |
| ইউনিট | ইস্ট বেঙ্গল রেজিমেন্ট |
| নেতৃত্বসমূহ | |
| যুদ্ধ/সংগ্রাম | ইউএনএমআইএসএস |
| পুরস্কার | |
জাহাঙ্গীর আলম (জন্ম: ২৮ নভেম্বর ১৯৭০) বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল। তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক। তিনি কুমিল্লায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।[১][২][৩]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]জাহাঙ্গীর আলম ২৮ নভেম্বর ১৯৭০ সালে তৎকালীন পূর্বপাকিস্তানের কুমিল্লায় জন্মগ্রহণ করেন।
কর্মজীবন
[সম্পাদনা]জাহাঙ্গীর আলম ২৬তম বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) লং কোর্সের মাধ্যমে ১৯৯২ সালের ৯ জুন বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।
তার মূল ইউনিট হল ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে ১৪তম বাংলাদেশ পদাতিক রেজিমেন্ট এবং ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে ৪৪তম ও ২০৩তম পদাতিক ব্রিগেডের নেতৃত্ব দেন।
১৪ অক্টোবর ২০২৪ সালে জাহাঙ্গীর তার পূর্বসূরি ফয়জুর রহমানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন
[সম্পাদনা]জাহাঙ্গীর আলম দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশনে সেক্টর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি পদাতিক নিরাপত্তা ব্যাটালিয়নের সাথে কুয়েত সশস্ত্র বাহিনীতে লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ডিজিএফআই'র নতুন প্রধান জাহাঙ্গীর আলম"। সময় টিভি। ১৪ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২৪।
- ↑ "ডিজিএফআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আলম"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৪ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২৪।
- ↑ "সেনাবাহিনীতে নতুন দুই লেফটেন্যান্ট জেনারেল, ডিজিএফআই পেল নতুন ডিজি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৪ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২৪।