জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন
উয়েফা | |
---|---|
প্রতিষ্ঠিত | ২৮ জানুয়ারি ১৯০০[১] |
সদর দপ্তর | ফ্রাঙ্কফুর্ট, জার্মানি |
ফিফা অধিভুক্তি | ১৯০৪[১] |
উয়েফা অধিভুক্তি | ১৯৫৪ |
সভাপতি | ফ্রিৎস কেলার[২] |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | www |
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (জার্মান: Deutscher Fußball-Bund, [ˈdɔʏ̯t͡ʃɐ ˈfuːsbalbʊnt], ইংরেজি: German Football Association; এছাড়াও সংক্ষেপে ডিএফবি ([deːʔɛfˈbeː]) নামে পরিচিত) হচ্ছে জার্মানির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯০০ সালের ২৮শে জানুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৫৪ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর জার্মানির রাজধানী ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। ডিএফবির ২১টি রাষ্ট্রীয় সংঘের ৬.৮ মিলিয়ন সদস্যের সমন্বয়ে ২৫,০০০টিরও বেশি ক্লাব রয়েছে, যা ডিএফবিকে বিশ্বের একক বৃহত্তম ক্রীড়া ফেডারেশনে পরিণত করেছে।
এই সংস্থাটি জার্মানির পুরুষ, নারী এবং যুব জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বুন্দেসলিগা, ২. বুন্দেসলিগা এবং ডিএফবি-পোকালের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ফ্রিৎস কেলার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ফ্রিড্রিখ কুরডিস।
গঠন
[সম্পাদনা]সভাপতি
[সম্পাদনা]- ফেরডিনান্ড হুয়েপে (১৯০০–১৯০৪)
- ফ্রিড্রিশ ভিলহেম নোহে (১৯০৪–১৯০৫)
- গটফ্রিড হিঞ্জে (১৯০৫–১৯২৫)
- ফেলিক্স লিনেমান (১৯২৫–১৯৪৫)
- পেকো বাউয়েন্স (১৯৪৯–১৯৬২)
- হেরমান গোসমান (১৯৬২–১৯৭৫)
- হেরমান নেউবার্গার (১৯৭৫–১৯৯২)
- এগিডিউস ব্রাউন (১৯৯২–২০০১)
- গেরহার্ড মায়ের-ভরফেল্ডার (২০০১–২০০৪)
- গেরহার্ড মায়ের-ভরফেল্ডার ও টেও জোয়াঞ্জিগার (২০০৪–২০০৬)
- টেও জোয়াঞ্জিগার (২০০৬–২০১২)
- ভলফগ্যাং নিরসবাখ (২০১২–২০১৫)
- রায়নার কোশ (ভারপ্রাপ্ত) ও রিনহার্ড রাউবল (ভারপ্রাপ্ত) (২০১৫–২০১৬)
- রিনহার্ড গ্রিন্ডেল (২০১৬–এপ্রিল ২০১৯)
- রায়নার কোশ (ভারপ্রাপ্ত) ও রিনহার্ড রাউবল (ভারপ্রাপ্ত) (২০১৯)
- ফ্রিৎস কেলার (২০১৯–বর্তমান)
কর্মকর্তা
[সম্পাদনা]- ৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | ফ্রিৎস কেলার |
সহ-সভাপতি | রাইনার কোখ |
পিটার পিটার্স | |
সাধারণ সম্পাদক | ফ্রিড্রিখ কুরডিস |
কোষাধ্যক্ষ | স্টেফান ওসনাব্রুয়েগে |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | |
প্রযুক্তিগত পরিচালক | ওলিভার বিরহোফ |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | ইওয়াখিম ল্যোভ |
জাতীয় দলের কোচ (নারী) | মার্টিন ভোঁস-টেকলেনবুর্গ |
রেফারি সমন্বয়কারী | লুৎস মাইকেল ফ্রোহলিখ |
মাসকট
[সম্পাদনা]প্রাতিষ্ঠানিক মাসকটটি হল একটি ঈগল, যা কালো পালক এবং হলুদ রঙের চাঁচি "পাউলে" নামে পরিচিত (২০০৬ সালের ২৬শে মার্চ হতে)।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "DFB nominates Fritz Keller to become new head of German football"। dw.com (ইংরেজি ভাষায়)। ডিডব্লিউ। ১৫ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি) (জার্মান)
- ফিফা-এ জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ জুন ২০১৮ তারিখে (ইংরেজি)
- উয়েফা-এ জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি)