জারা নূর আব্বাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জারা নূর আব্বাস
জন্ম (1991-03-13) ১৩ মার্চ ১৯৯১ (বয়স ৩৩)[১][২]
জাতীয়তাপাকিস্তানি
শিক্ষাবিকনহাউজ ন্যাশনাল বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০১৬-বর্তমান
দাম্পত্য সঙ্গীআসাদ সিদ্দিকী (বি. ২০১৭)
আত্মীয়আসমা আব্বাস (মা)
বুশরা আনসারি (মসী)

জারা নূর আব্বাস (উর্দু: زارا نورعباس‎‎; জন্মঃ ১৩ মার্চ ১৯৯১) হচ্ছেন পাকিস্তানের একজন টেলিভিশন অভিনেত্রী যদিও তিনি কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। নারী পরিচালক মমিনা দুরাইদের খামোশি (২০১৭) নাটকের জন্য জারা ভালো পরিচিত, নাটকটি হাম টিভিতে প্রচারিত হত। জারা অভিনীত আরো জনপ্রিয় নাটক হচ্ছে ধড়কন (২০১৬), লামহে (২০১৮), কাইদ (২০১৮), দিওয়ার-ই-শব (২০১৯) এবং এহদ-এ-ওয়াফা (২০১৯)। জারা অভিনীত প্রথম চলচ্চিত্র ছিলো ওয়াজাহাত রউফের চালাওয়া যেটি ২০১৯ সালে মুক্তি পেয়েছিলো, একই বছর মুক্তিপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত পরে হাট লাভ-এও জারা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।

জারার মা আসমা আব্বাসও অভিনেত্রী। ২০১৬ সালে হাম টিভিতে ধড়কন নাটকে অভিনয় অভিষেক হয় জারার। হাম টিভির দিওয়ার-ই-শব ছিলো ঐতিহাসিক নাটক আর এহদ-এ-ওয়াফা সামরিক বাহিনীর।[৩][৪]

লাহোরের বিকনহাউজ ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়েছেন জারা যেটি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়, জারা ফিল্ম ডিজাইন, নৃত্য, মঞ্চ নাটকে অভিনয় এবং চলচ্চিত্র পরিচালনার কাজ ছাত্রী জীবনে শিখেছিলেন বিশ্ববিদ্যালয় থেকেই।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Happy Birthday to the gorgeous diva Zara Noor Abbas"Daily Pakistan Global (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৮ 
  2. Staff, Images (২০১৯-০৩-১৩)। "Zara Noor Abbas celebrates 28th birthday with an intimate house party"DAWN (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২০ 
  3. NewsBytes। "Zara Noor Abbas on her upcoming play Deewar e Shab"www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯ 
  4. Staff, Images (২০১৯-০৮-৩১)। "OKB and Ahad Raza Mir are college buddies in Hum TV's Ehd-e-Wafa"DAWN (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০১ 
  5. "'Asad and I discovered new sides of each other': Zara Noor Abbas on working with her husband"Something Haute (ইংরেজি ভাষায়)। ১৯ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]