জারার্ড রদারহাম
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | জারার্ড আলেকজান্ডার রদারহাম | ||||||||||||||||||||||||||
জন্ম | কভেন্ট্রি, ওয়ারউইকশায়ার, ইংল্যান্ড | ২৮ মে ১৮৯৯||||||||||||||||||||||||||
মৃত্যু | ৩১ জানুয়ারি ১৯৮৫ বেকওয়েল, ডার্বিশায়ার, ইংল্যান্ড | (বয়স ৮৫)||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | ||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম | ||||||||||||||||||||||||||
ভূমিকা | অল-রাউন্ডার | ||||||||||||||||||||||||||
সম্পর্ক | কাকা: হিউ রদারহাম | ||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||||||||||||||||||||||
বছর | দল | ||||||||||||||||||||||||||
১৯১৯ - ১৯২০ | কেমব্রিজ বিশ্ববিদ্যালয় | ||||||||||||||||||||||||||
১৯১৯ - ১৯২১ | ওয়ারউইকশায়ার | ||||||||||||||||||||||||||
১৯২৮-২৯ | ওয়েলিংটন | ||||||||||||||||||||||||||
প্রথম-শ্রেণীর ক্রিকেট অভিষেক | ২১ মে ১৯১৯ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বনাম অস্ট্রেলিয়ান ইম্পেরিয়াল ফোর্সেস | ||||||||||||||||||||||||||
শেষপ্রথম-শ্রেণীর ক্রিকেট | ২২ জানুয়ারি ১৯২৯ ওয়েলিংটন বনাম অকল্যান্ড | ||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৩ জুন ২০১৯ |
জারার্ড আলেকজান্ডার রদারহাম (ইংরেজি: Gerard Rotherham}; জন্ম: ২৮ মে, ১৮৯৯ - মৃত্যু: ৩১ জানুয়ারি, ১৯৮৫) ওয়ারউইকশায়ারের কভেন্ট্রি এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত প্রথম-শ্রেণীর ইংরেজ ক্রিকেট তারকা ছিলেন। ১৯১৯ থেকে ১৯২৮-২৯ সময়কালে ওয়ারউইকশায়ার দলের পক্ষে ইংরেজ প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও ওয়েলিংটন দলের পক্ষে প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছেন তিনি। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতেন জারার্ড রদারহাম।
শৈশবকাল
[সম্পাদনা]রাগবি স্কুলে পড়াশোনা করতেন। সেখানেই বিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় জারার্ড রদারহামের ক্রিকেট খেলা সকলের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। চমৎকারভাবে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। প্রথম বিশ্বযুদ্ধের কারণে প্রথম-শ্রেণীর খেলা স্থগিত হয়ে পড়ে। এ অবস্থায় উইজডেন কর্তৃপক্ষ ১৯১৮ সালের সংস্করণের জন্যে তাকে অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননায় ভূষিত করে। এরপর তিনি কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন।[১] ১৯১৯ ও ১৯২০ সালে কেমব্রিজের ব্লুধারী হন। এ পর্যায়ে উত্তরোত্তর বোলিংয়ের অগ্রসরতার পাশাপাশি নিচেরাসারির ব্যাটসম্যান হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
[সম্পাদনা]সমগ্র খেলোয়াড়ী জীবনে ৬৫টি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছেন জারার্ড রদারহাম। ২১ মে, ১৯১৯ তারিখে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সদস্যরূপে অস্ট্রেলিয়ান ইম্পেরিয়াল ফোর্সেসের বিপক্ষে অভিষেক ঘটে তার। ২২ জানুয়ারি, ১৯২৯ তারিখে ওয়েলিংটনের সদস্যরূপে অকল্যান্ডের বিপক্ষে সর্বশেষ প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেন।
১৯১৯ থেকে ১৯২৮-২৯ মৌসুম পর্যন্ত জারার্ড রদারহামের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। তবে, রদারহামের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন মাত্র কয়েক মৌসুম স্থায়ী হয়েছিল। ইংল্যান্ডে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও ওয়ারউইকশায়ার এবং নিউজিল্যান্ডে ওয়েলিংটনের পক্ষে প্রথম-শ্রেণীর খেলায় প্রতিনিধিত্ব করেছেন।
১৯২১ সালে ওয়ারউইকশায়ারের পক্ষে পূর্ণাঙ্গ মৌসুম খেলেন। ঐ সময়ে ব্যাটিংয়ের তুলনায় তার বোলিং অধিক গুরুত্ব বহন করে। ঐ মৌসুমে তিনি ৮৮ উইকেট দখল করেন। মৌসুম শেষে নিউজিল্যান্ডে চলে যান। সেখানে ১৯২৮-২৯ মৌসুমে ওয়েলিংটনের পক্ষে একবার অংশ নিয়েছিলেন।
৩১ জানুয়ারি, ১৯৮৫ তারিখে ৮৬ বছর বয়সে ডার্বিশায়ারের বেকওয়েল এলাকায় জারার্ড রদারহামের দেহাবসান ঘটে। তার কাকা হিউ রদারহাম ১৮৮০-এর দশকে প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Cricket" (ইংরেজি ভাষায়) দ্য টাইমস (লন্ডন)। 8 May 1919। (42094),
আরও দেখুন
[সম্পাদনা]- হ্যারি কল্ডার
- প্লাঙ্কেট শীল্ড
- ক্লিমেন্ট গিবসন
- উইজডেন বর্ষসেরা ক্রিকেটার
- আনুষ্ঠানিক কাউন্টি চ্যাম্পিয়নশীপ বিজয়ী দলের তালিকা
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে জারার্ড রদারহাম (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে জারার্ড রদারহাম (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)