জায়েদ ইবনে সুহান
অবয়ব
জায়েদ ইবনে সুহান( আরবি: زيد بن صوحان ) ইসলামের নবী মুহাম্মদের সাহাবী ছিলেন এবং শিয়া মুসলিমদের দ্বারা শ্রদ্ধেয় সাহাবী। তিনি সা'সাহ বিন সোহানের ভাই ছিলেন। সহিহ বুখারীতে তাঁর উল্লেখ আছে। [১] উটের যুদ্ধে তিনি আমর আল ইয়থরিবি কর্তৃক নিহত হন। [২]
জায়েদ সৌদি আরবের কাতিফ শহরের লোক ছিলেন।
তাঁর কবর ও মাজারটি বাহরাইনের মালকিয়া গ্রামে অবস্থিত। তাকে মাঝে মাঝে "আমির জায়েদ" হিসাবেও উল্লেখ করা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "48: Book of Lost Property"। Sahih al-Bukhari। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১০।
- ↑ Madelung, Wilferd (২০০১)। "Shi'ism in the Age of the Rightly-Guided Caliphs"। Shīʻite Heritage: Essays on Classical and Modern Traditions। Global Academic Publishing। পৃষ্ঠা 13। আইএসবিএন 978-1-58684-066-2।