জামাল পিয়ারাস লুইস
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জামাল পিয়ারাস লুইস | ||
জন্ম | ২৫ জানুয়ারি ১৯৯৮ | ||
জন্ম স্থান | লুটন, ইংল্যান্ড | ||
উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | নিউক্যাসেল ইউনাইটেড | ||
জার্সি নম্বর | ১২ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:২০, ১২ মার্চ ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
জামাল পিয়ারাস লুইস (ইংরেজি: Jamal Lewis; জন্ম: ২৫ জানুয়ারি ১৯৯৮; জামাল লুইস নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ–উত্তর আয়ারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসেল ইউনাইটেড এবং উত্তর আয়ারল্যান্ড জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৬ সালে, জামাল উত্তর আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে উত্তর আয়ারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত উত্তর আয়ারল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে উত্তর আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; উত্তর আয়ারল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জামাল পিয়ারাস লুইস ১৯৯৮ সালের ২৫শে জানুয়ারি তারিখে ইংল্যান্ডের লুটনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]জামাল উত্তর আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ এবং উত্তর আয়ারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে উত্তর আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। উত্তর আয়ারল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১২ মার্চ ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
উত্তর আয়ারল্যান্ড | ২০১৮ | ৬ | ০ |
২০১৯ | ৬ | ০ | |
২০২০ | ৬ | ০ | |
২০২১ | ৮ | ০ | |
২০২২ | ২ | ০ | |
সর্বমোট | ২৮ | ০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Newcastle United - First Team [নিউক্যাসেল ইউনাইটেড - প্রথম দল]। nufc.co.uk (ইংরেজি ভাষায়)। নিউক্যাসল আপন টাইন: নিউক্যাসেল ইউনাইটেড ফুটবল ক্লাব। ১০ ডিসেম্বর ২০১৬। ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Newcastle United FC Squad Information 2022/2023" [নিউক্যাসেল ইউনাইটেড ফুটবল ক্লাব দলীয় সদস্যের তথ্য ২০২২/২০২৩]। premierleague.com (ইংরেজি ভাষায়)। প্রিমিয়ার লিগ। ১৫ জুন ২০১৭। ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- জামাল পিয়ারাস লুইস – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে জামাল পিয়ারাস লুইস (ইংরেজি)
- সকারবেসে জামাল পিয়ারাস লুইস (ইংরেজি)
- বিডিফুটবলে জামাল পিয়ারাস লুইস (ইংরেজি)
- ইইউ-ফুটবলে জামাল পিয়ারাস লুইস (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে জামাল পিয়ারাস লুইস (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে জামাল পিয়ারাস লুইস (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে জামাল পিয়ারাস লুইস (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে জামাল পিয়ারাস লুইস (ইংরেজি)
- ১৯৯৮-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ইংরেজ ফুটবলার
- উত্তর আয়ারল্যান্ডীয় ফুটবলার
- ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- নিউক্যাসেল ইউনাইটেড ফুটবল ক্লাবের খেলোয়াড়
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- উত্তর আয়ারল্যান্ডের আন্তর্জাতিক যুব ফুটবলার
- উত্তর আয়ারল্যান্ডের আন্তর্জাতিক ফুটবলার
- নরউইচ সিটি ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ইংরেজ ফুটবল লিগের খেলোয়াড়