জামাল উদ্দিন আহমেদ (চিত্রশিল্পী)
জামাল উদ্দিন আহমেদ | |
---|---|
জন্ম | ১৯৫৫ |
জাতীয়তা | বাংলাদেশি |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় সুকুবা বিশ্ববিদ্যালয় |
পেশা | চিত্রশিল্পী, অধ্যাপক |
পুরস্কার | একুশে পদক (২০১৯) |
জামাল উদ্দিন আহমেদ (জন্ম ১৯৫৫) একজন বাংলাদেশি চিত্রশিল্পী ও অধ্যাপক।[১] চারুকলায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে একুশে পদক প্রদান করে।[২]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জামাল ১৯৫৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।[৩] তিনি ১৯৭২ সালে গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে মাধ্যমিক ও ১৯৭৪ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।[৪] ১৯৭৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করেন।[৪] ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত তিনি ওয়ারশের একাডেমি অব ফাইন আর্টসে ২ বছরের গবেষণা কোর্স সম্পন্ন করেন।[৪] ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে তৈলচিত্রের উপর উচ্চ শিক্ষা লাভ করেন। ১৯৮৬ সালে তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]জামাল ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির শিল্প ও নকশা বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে শিক্ষকতা করেন।[৪] বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একজন অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Profile of Jamal Uddin Ahmed"। www.du.ac.bd। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৯।
- ↑ "একুশে পদক পেলেন যারা"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৯।
- ↑ ক খ "Professor Jamal Ahmed" (পিডিএফ)। du.ac.bd। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ "Dhaka Art Center, Jamal Ahmed"। www.dhakaartcenter.org। ১৫ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৫৫-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ঢাকা জেলার ব্যক্তি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- শিল্পকলায় একুশে পদক বিজয়ী
- বাংলাদেশী পুরুষ চিত্রশিল্পী
- বাংলাদেশী শিক্ষায়তনিক
- গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী
- সুকুবা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশী চিত্রশিল্পী
- একুশে পদক বিজয়ী
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন শিক্ষার্থী