বিষয়বস্তুতে চলুন

জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রতিষ্ঠানের প্রধান ফটক

জামালপুর পল্লী উন্নয়ন একাডেমী, ইংরেজি: Jamalpur Rural Development Academy (পূর্ব নাম: শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমী) হলো বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায় অবস্থিত একটি বিশেষায়িত প্রতিষ্ঠান, যা গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কাজ করে। এটি প্রশিক্ষণ, গবেষণা, এবং প্রয়োগমুখী কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ করে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।[][]

মূল বৈশিষ্ট্য

[সম্পাদনা]
  • প্রতিষ্ঠার উদ্দেশ্য: পিছিয়ে থাকা গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন এবং জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখা।
  • কার্যক্রম: প্রশিক্ষণ, গবেষণা, এবং টেকসই উন্নয়নের জন্য মডেল তৈরির কাজ।
  • আইন: ২০২৩ সালে পাস হওয়া আইন অনুযায়ী এটি পরিচালিত হয়।[]
  • অবস্থান: জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অবস্থিত।
  • পরিচালনা: একটি ২১ সদস্যের পরিচালনা বোর্ড এর কার্যক্রম তত্ত্বাবধান করে।

ভবিষ্যৎ কার্যক্রম

[সম্পাদনা]

একাডেমিটি গ্র্যাজুয়েট এবং পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি প্রদানসহ নতুন নতুন গবেষণা প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা করছে। এটি ময়মনসিংহ অঞ্চলসহ দেশের অন্যান্য এলাকায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।

একাডেমিক কার্যাবলী

[সম্পাদনা]

শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন (২০২৩ সনের ২৭ নং আইন)।[]

  • পল্লী উন্নয়ন ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্রসমূহে গবেষণা পরিচালনা।
  • পল্লী উন্নয়নের সহিত সংশ্লিষ্ট সরকারি কর্মচারী ও বেসরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিবর্গ, স্থানীয় সরকার প্রতিনিধি ও ব্যক্তিগণকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান।
  • পল্লী উন্নয়নের ধারণা ও তত্ত্বসমূহ পরীক্ষা-নিরীক্ষা এবং, ক্ষেত্রমত, বাস্তবায়ন।
  • পল্লী উন্নয়ন সংক্রান্ত প্রায়োগিক গবেষণা, প্রকল্প ও কর্মসূচি প্রণয়ন, বাস্তবায়ন এবং মূল্যায়ন।
  • সরকার এবং অন্যান্য সংস্থাকে ইহাদের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজনীয় উপদেশ ও পরামর্শমূলক সেবা প্রদান।
  • দেশি ও বিদেশি শিক্ষার্থীদের অভিসন্দর্ভ রচনার কাজে সহায়তা প্রদান এবং তত্ত্বাবধান।
  • সরকারের অনুমোদনক্রমে দেশি-বিদেশি বা আন্তর্জাতিক গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সহিত পল্লী উন্নয়ন বিষয়ক যৌথ কর্মসূচি গ্রহণ।
  • স্ব-উদ্যোগে কিংবা সরকারি বা অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষে বা ইহাদের সহিত যৌথভাবে সমীক্ষার মাঠ কর্মসহ অনুসন্ধান কার্যক্রম পরিচালনা।
  • জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন, কর্মশালা আয়োজন ও পরিচালনা।
  • একাডেমির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন বিভাগ, অধিশাখা, শাখা, কেন্দ্র ও অন্যান্য ইউনিট সৃষ্টি।
  • সমীক্ষা সংক্রান্ত পুস্তক, সাময়িকী, প্রতিবেদন এবং গবেষণাপত্র প্রকাশ।
  • পল্লী উন্নয়ন সংক্রান্ত নীতি প্রণয়নের ক্ষেত্রে সরকারকে সহায়তা প্রদান।
  • আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃজনের উদ্দেশ্যে সুফলভোগীদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন।
  • প্রশিক্ষণ, গবেষণা, প্রায়োগিক গবেষণা ও ঋণ প্রদান সম্পর্কিত পরামর্শ সেবা নীতিমালা প্রণয়ন।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Jamalpur.gov.bd. (2024). Available at: https://rda.jamalpur.gov.bd/bn/site/view/video_gallery
  2. jagonews24.com (2019). রংপুর-জামালপুরে হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি. [online] jagonews24.com. Available at: https://www.jagonews24.com/m/national/news/820966
  3. BSS. (2024). সংসদে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমী, জামালপুর বিল, ২০২৩ পাস | জাতীয়. [online] Available at: https://www.bssnews.net/bangla/national/105313
  4. Minlaw.gov.bd. (2024). শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন Available at: http://bdlaws.minlaw.gov.bd/act-details-1445.html