বিষয়বস্তুতে চলুন

জাবালা ইবনে আলি আল-শাইবানী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাবালা ইবনে আলি আল-শাইবানী
جَبَلَة بن عَلی الشَیبانی
ব্যক্তিগত তথ্য
মৃত্যুমুহাররম ১০ তারিখ, ৬১ হিজরি / ১০ অক্টোবর, ৬৮০ খ্রিস্টাব্দ
মৃত্যুর কারণকারবালার যুদ্ধ-এ নিহত
সমাধিস্থলকারবালা, ইরাক
ধর্মইসলাম
যে জন্য পরিচিতহুসাইন ইবনে আলীর একজন সঙ্গী হিসেবে পরিচিত

জাবালা ইবনে আলি আল-শাইবানী (আরবি: جَبَلَة بن عَلی الشَیبانی) কারবালার যুদ্ধ-এ শহীদ হন।

জীবনী

[সম্পাদনা]

জাবালা ইবনে আলি ছিলেন বানু শাইবান গোত্রের একজন সদস্য, যা বাকর ইবনে ওয়াইল বংশের একটি শাখা।[] তিনি আলি ইবনে আবি তালিব-এর সেনাবাহিনীর সঙ্গে সিফফিনের যুদ্ধ-এ অংশ নিয়েছিলেন।[] তিনি কুফায় মুসলিম ইবনে আকিল-এর বিদ্রোহেও অংশ নিয়েছিলেন।[] মুসলিম ইবনে আকিল শহীদ হওয়ার আগে তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ-এর হাতে বন্দি হওয়া থেকে রক্ষা পেয়েছিলেন।[] আশুরা]]র দিনে প্রথম হামলার সময় তিনি শহীদ হন।[] জিয়ারাত আল-শুহাদা গ্রন্থে তাঁর নাম উল্লেখ করে বলা হয়েছে: “জাবালা ইবনে আলি আল-শাইবানীর প্রতি শান্তি বর্ষিত হোক।”

তথ্যসূত্র

[সম্পাদনা]

কারবালার যুদ্ধে

[সম্পাদনা]

যখন হুসাইন ইবনে আলী কারবালায় পৌঁছেন, তখন জাবালা তাঁর সেনাবাহিনীতে যোগ দেন।[]

  1. Balādhurī। Ansāb al-ashrāf। খণ্ড ২। পৃ. ৪৮২। আইএসবিএন ৩৫১৫০২৮৫০১
  2. Ḥāʾirī Shīrāzī। Dhakhīrat al-dārayn। পৃ. ২৪২।
  3. 1 2 Samāwī। Ibṣār al-ʿayn। পৃ. ২১৫।
  4. Ibn Shahrāshūb। Manāqib Āl Abī Ṭālib। খণ্ড ৪। পৃ. ১১৩। আইএসবিএন ৯৬৪৬৩০৭২৯৯
  5. Muhaddithī। Farhang-i Āshūrā। পৃ. ১৪০। ৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২১