বিষয়বস্তুতে চলুন

জাফর ইবনে আকিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাফর ইবনে আকিল
جَعْفَر ٱبْن عَقِيل
ব্যক্তিগত তথ্য
জন্ম
মৃত্যু১০ই মুহররম, ৬১ হিজরি / ১০ অক্টোবর, ৬৮০ খ্রিষ্টাব্দ
মৃত্যুর কারণকারবালার যুদ্ধ-এ শহীদ
সমাধিস্থলইমাম হুসাইনের মাজার, কারবালা, ইরাক
ধর্মইসলাম
পিতামাতা
যে জন্য পরিচিতহুসাইন ইবনে আলি-এর সঙ্গী হিসেবে পরিচিত

জাফর ইবনে আকিল (আরবি: جَعْفَر ٱبْن عَقِيل, Jaʿfar ibn ʿAqīl) ছিলেন আকিল ইবনে আবি তালিব-এর পুত্র।[][] তার মা ছিলেন উম্মুল সুগরা বিনতে আমির, যিনি বনি কিলাব গোত্রের ছিলেন।[][] এছাড়াও তিনি আলি-এর জামাতা ছিলেন।[]জাফর ইবনে আকিলকে হুসাইনের কারবালার সঙ্গী হিসেবে গণ্য করা হয়। তিনি আব্দুল্লাহ ইবনে মুসলিমের পরে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন,[] এবং তিনি উমর ইবনে সাদের বাহিনীর ২ (বা ১৫) জন যোদ্ধাকে হত্যা করেন।[] তাকে বিশর ইবনে সাওত আল-হামদানি[] বা খালিদ ইবনে আসাদ আল-জোহানি কর্তৃক (কারবালার) যুদ্ধে শহীদ করা হয়,[] আশুরার দিনে যখন তিনি হুসাইন ইবনে আলির সাথে ছিলেন।[১০][১১]

জাফর ইবনে আকিল যুদ্ধক্ষেত্রে নিম্নোক্ত মহাকাব্যিক কবিতা আবৃত্তি করছিলেন:

  • "আমি একজন আবতাহী (মাক্কী) যুবক এবং আমি আবু তালিবের বংশধর, আমি হাশিম এবং গালিবের বংশধর;
  • এবং নিঃসন্দেহে আমরা মহান ব্যক্তিদের অধিপতি, এই যে হুসাইন, পবিত্রদের নেতা"[১২][১৩] এছাড়াও, জাফর ইবনে আকিল ইবনে আবি তালিবের নাম জিয়ারাহ আল-নাহিয়াহ আল-মুকাদ্দাসা এবং জিয়ারাহ আল-রজাবিয়্যাহতে উল্লেখ করা হয়েছে।[১৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. আশুরা ও বীরত্বের মানুষ islamicbooks.info, ১৯ এপ্রিল ২০১৮ তারিখে উদ্ধৃত
  2. জাফর ইবনে আকিল ইবনে আবি তালিব findagrave.com, ১৯ এপ্রিল ২০১৮ তারিখে উদ্ধৃত
  3. ইতিহাস ২ lib.eshia.ir, ১৯ এপ্রিল ২০১৮ তারিখে উদ্ধৃত
  4. ইমাম হুসাইন (আ.) এর বিশ্বকোষ (মোহাম্মদ রেই শাহরি), পৃষ্ঠা ১৬৯
  5. জাফর ইবনে আকিল hadith.net, ১৯ এপ্রিল ২০১৮ তারিখে উদ্ধৃত
  6. ইমাম হুসাইন (আ.) এর বিশ্বকোষ (মোহাম্মদ রেই শাহরি উদ্ধৃত), পৃষ্ঠা ১৬৭
  7. ইবনে শাহর আশুব, আল-মানাকিব, খণ্ড ৪, পৃষ্ঠা ১০৫
  8. ইবনে তাউস, আলি ইবনে মুসা, আল-ইকবাল বেল 'আমাল আল-হাসানাহ, খণ্ড ৩, পৃষ্ঠা ৭৬
  9. কারবালায় শহীদ হওয়া মহান ব্যক্তিদের নাম যেমন "জিয়ারাহ আল-নাহিয়াহ" তে উল্লেখিত হয়েছে al-islam.org, ১৯ এপ্রিল ২০১৮ তারিখে উদ্ধৃত
  10. জাফর ইবনে আকিল ইবনে আবি তালিব ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ এপ্রিল ২০২২ তারিখে ashoora.ir, ১৯ এপ্রিল ২০১৮ তারিখে উদ্ধৃত
  11. আওলাম -- ইমাম হুসাইন --, পৃষ্ঠা ২৭৬
  12. মগতাল আল-হুসাইন (স) লেল-খারাজমি, খণ্ড ২, পৃষ্ঠা ২৬
  13. সাইয়্যেদ মরতজা আসকারি, ইসলামের দুই বিদ্যালয়, হুসাইনী আন্দোলন, নবীর সুন্নাহ পুনরুজ্জীবনে, খণ্ড ৩ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ জানুয়ারি ২০২০ তারিখে ghadeer.org, ১৯ এপ্রিল ২০১৮ তারিখে উদ্ধৃত
  14. মোহাম্মদ রেই শাহরি, ইমাম হুসাইন (আ.) এর বিশ্বকোষ, পৃষ্ঠা ১৬৬-১৬৭