জাফরাবাদ উচ্চ বিদ্যালয়, চন্দনাইশ
জাফরাবাদ উচ্চ বিদ্যালয় | |
---|---|
![]() | |
অবস্থান | |
চন্দনাইশ, বৈলতলী ইউনিয়ন , | |
তথ্য | |
ধরন | মাধ্যমিক বিদ্যালয় |
নীতিবাক্য | প্রবেশ কর জ্ঞানের সন্ধানে, ছড়িয়ে পড় মানব কল্যানে |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৩ |
প্রতিষ্ঠাতা | ছিদ্দিক আহমদ |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম |
সেশন | জানুয়ারি - ডিসেম্বর |
প্রধান শিক্ষক | রহিম উদ্দিন |
অনুষদ |
|
শ্রেণী | ৬ষ্ঠ-১০ম |
লিঙ্গ | বালক-বালিকা |
শিক্ষার্থী সংখ্যা | ১৩০০+ |
শিক্ষা ব্যবস্থা | জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড |
ভাষা | বাংলা মাধ্যম |
ক্যাম্পাসের ধরন | গ্রামীণ |
রং | আকাশী নীল ও সবুজ |
বিদ্যালয় কোড | ৩৭২৬ |
EIIN | ১০৪১৫৯ |
জাফরাবাদ উচ্চ বিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার অন্তর্গত বৈলতলী ইউনিয়ন-এ অবস্থিত।[১]
ইতিহাস[সম্পাদনা]
১৯৯৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে বিদ্যালয়টি বেড়ার ঘর থাকলেও পরবর্তীকালে সমাজসেবকরা বিদ্যালয়টি পুনঃনির্মাণ করেন। পরবর্তীতে এটি জাফরাবাদ উচ্চ বিদ্যালয় নামে পরিচিতি লাভ করে।[২]
ব্যবস্থাপনা[সম্পাদনা]
বিদ্যালয় পরিচালনার জন্য জনাব নুরুল হককে সভাপতি করে ১২ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পরিষদ রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রহিম উদ্দিন। এছাড়া আরও ২৩ জন অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এ বিদ্যালয়ে কর্মরত আছেন।[২]
শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
বিদ্যালয়ে ২টি বহুতল ভবন রয়েছে। ছাত্র-ছাত্রীদের খেলাধুলার জন্য একটি খেলার মাঠ রয়েছে। এ প্রতিষ্ঠানে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। বর্তমানে ১২ শতাধিক শিক্ষার্থী এ বিদ্যালয়ে অধ্যয়নরত আছে। বিদ্যালয়টিতে একটি গ্রন্থাগার রয়েছে, যেটি বিশ্বসাহিত্য কেন্দ্রের সাথে সম্পৃক্ত। বিদ্যালয়টিতে একটি খেলার মাঠ রয়েছে, যেখানে প্রতিদিন প্রাত্যহিক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সহ-শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
এ বিদ্যালয়ে বর্তমানে বিভিন্ন ধরনের সহ-শিক্ষা কার্যক্রম চালু আছে।
- স্কাউট দল
- বিশ্ব সাহিত্য কেন্দ্র
- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
- বিতর্ক প্রতিযোগিতা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
- আবৃত্তি ও
- চিত্রাংকন প্রতিযোগিতা
ইত্যাদি এছাড়াও বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীবৃন্দ বিভিন্ন আন্তঃস্কুল প্রতিযোগিতায় ও অংশগ্রহণ করে থাকে।
ফলাফল ও কৃতিত্ব[সম্পাদনা]
২০১৯ সালে পাশের হার ৮৫%।[২][২]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বৈলতলী ইউনিয়ন"। bailtaliup.chittagong.gov.bd। ২০২১-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৩।
- ↑ ক খ গ ঘ "বৈলতলী ইউনিয়ন"। bailtaliup.chittagong.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]