বিষয়বস্তুতে চলুন

জাপোটেক সভ্যতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জাপোটেক সভ্যতা[] হল একটি আদিবাসী প্রাক-কলম্বিয়ীয় সভ্যতা, যা মেসোআমেরিকায় ওক্সাকা উপত্যকায় বিকাশ লাভ করেছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণ দেখায় যে সংস্কৃতিটি অন্তত ২,৫০০ বছর আগে উদ্ভূত হয়েছিল। প্রাচীন শহর মন্তে আলবানের প্রত্নতাত্ত্বিক স্থানটিতে রয়েছে সৌখিন ভবন, বল কোর্ট, চমৎকার সমাধি ও সমাধির জিনিসপত্র, যার মধ্যে রয়েছে সূক্ষ্ম কাজ করা সোনার গয়না। মন্টে আলবান ছিল মেসোআমেরিকার প্রথম প্রধান শহরগুলির মধ্যে একটি। এটি জাপোটেক রাজ্যের একটি কেন্দ্র ছিল, যা বর্তমান সময়ে ওক্সাকা নামে পরিচিত মেক্সিকান রাজ্যের বেশিরভাগ অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিল।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. কার্টরাইট, মার্ক। "Zapotec Civilization" [জাপোটেক সভ্যতা]। ওয়ার্ল্ড হিস্ট্রি এনসাইক্লোপিডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]