জান্নাতুল ফেরদৌস (অধ্যাপক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
জান্নাতুল ফেরদৌস
২য় উপাচার্য
জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২০১৮ – ২০১৯
উত্তরসূরীতালুকদার মোহাম্মাদ লোকমান হাকিম
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়
পেশাশিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় প্রশাসক

জান্নাতুল ফেরদৌস একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়টির প্রথম নারী ছাত্র উপদেষ্টা। তিনি শরীয়তপুরে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।[১]

শিক্ষাজীবন[সম্পাদনা]

জান্নাতুল ফেরদৌস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে ১৯৮৮ সালে বিএসসি (সম্মান) ও ১৯৯০ এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে বিএড এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) থেকে ২০১০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

জান্নাতুল ফেরদৌস ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৬ সালে তিনি বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক হন।

কর্মজীবনে অধ্যাপনা ও গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন মেয়াদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, রোকেয়া হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি রাবির ইতিহাসে প্রথম নারী ছাত্র উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।[৩][৪]

জান্নাতুল ফেরদৌস ২০১৮ সালের ১৯ মে শরীয়তপুরে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, জেড এইচ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগ দেন। ২০১৯ সালে তিনি উপাচার্যের পদ থেকে অব্যাহতি নিয়ে ​পুনরায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিজ কর্মস্থল সমাজকর্ম বিভাগে যোগদান করেন।[৫]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "জেড এইচ সিকদার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য রাবি অধ্যাপক জান্নাতুল ফেরদৌস"বাংলাদেশ প্রতিদিন। ১৪ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১ 
  2. "জেড এইচ সিকদার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক জান্নাতুল ফেরদৌস"দৈনিক ইত্তেফাক। ১৪ মে ২০১৮। ৩১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১ 
  3. "প্রথম নারী ছাত্র উপদেষ্টা পেল রাবি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩০ আগস্ট ২০১৭। ৩১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১ 
  4. "জেড এইচ সিকদার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাবির জান্নাতুল ফেরদৌস"এনটিভি অনলাইন। ১৪ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১ 
  5. "ফের রাবিতে যোগ দিলেন অধ্যাপক জান্নাতুল"বাংলাদেশ জার্নাল। ২ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১