জাতীয় সংসদের চীফ হুইপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(জাতীয় সংসদের চিফ হুইপ থেকে পুনর্নির্দেশিত)

চীফ হুইপ হলেন বাংলাদেশের জাতীয় সংসদের একজন সদস্য, যিনি সাধারণত ক্ষমতাসীন বা শাসক দলের হয়ে থাকেন। চীফ হুইপের দায়িত্ব হল সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করা। 

বর্তমান দ্বাদশ সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাদারীপুর-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে। তিনি একাদশ সংসদেও চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন।[১]

আর হুইপের কাজ হল সংসদের কর্মকান্ডে, ভোটাভুটিতে দলীয় সংসদ সদস্যদের যথাযথ (দল যেভাবে চায়​) অংশগ্রহণ নিশ্চিত করা । সংসদ নেতা ও উপনেতা অনুপস্থিত থাকলে, তাদের পক্ষে কথা বলতে পারেন হুইপ ।[২][৩]

হুইপদের তালিকা[৪][সম্পাদনা]

  1. নূর-ই-আলম চৌধুরী (চিপ হুইপ) (মাদারীপুর-১)
  2. ইকবালুর রহিম (দিনাজপুর-৩)
  3. আবু সাঈদু আল মাহমুদ (স্বপন) (জয়পুরহাট-২)
  4. মো. নজরুল ইসলাম (নারায়ণগঞ্জ-২)
  5. সাইমুম সরওয়ার (কক্সবাজার-৩)
  6. মাশরাফি বিন মুর্তজা (নড়াইল-২)[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রিপোর্ট, স্টার অনলাইন (২০২৪-০১-২৩)। "মাশরাফীসহ যে ৫ জন হলেন হুইপ"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৪ 
  2. প্রতিবেদক, নিজস্ব (২০২৪-০১-২৩)। "মাশরাফিসহ ৫ জনকে হুইপ নিয়োগ"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৪ 
  3. "হুইপ (রাজনীতি)"উইকিপিডিয়া। ২০২২-০৮-১৭। 
  4. "প্রথম আলো ই-পেপার | বাংলা নিউজ ই-পেপার"প্রথম আলো ই-পেপার | বাংলা নিউজ ই-পেপার। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৪ 
  5. প্রতিবেদক, নিজস্ব (২০২৪-০১-২৩)। "মাশরাফিসহ ৫ জনকে হুইপ নিয়োগ"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৪