জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার শুভেচ্ছাদূত
অবয়ব
জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার শুভেচ্ছাদূত (ইংরেজি: UNHCR Goodwill Ambassadors) বলতে জাতিসংঘের জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার সংগঠনটিতে তারকাব্যক্তিত্বদের জন্য নির্ধারিত একটি প্রতিনিধিত্বমূলক পদ বোঝায়। তাদেরকে এই পদে অভিষিক্ত করা হয় এজন্য যে, তারা তাদের মেধা ও খ্যাতি শরণার্থীদের পক্ষে বিশ্বে জনমত সৃষ্টি করতে সাহায্য করবেন।
বর্তমান জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার শুভেচ্ছাদূত
[সম্পাদনা]জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের বর্তমান শুভেচ্ছাদূত ও তাদের অভিষেকের বছরঃ-
- বারবারা হেনড্রিক্স (পশ্চিমা ধ্রুপদী সঙ্গীতশিল্পী), ১৯৮৭
- আদেল ইমাম (অভিনেতা), ২০০০
- অ্যাঞ্জেলিনা জোলি (অভিনেত্রী), ২০০১
- জর্জিও আরমানি (ডিজাইনার), ২০০২
- জুলিয়ান ক্লার্ক (সঙ্গীতশিল্পী), ২০০৩
- অসভাল্ডো লেপোর্ট (অভিনেতা), ২০০৬
- জর্জ ডালার্স (গায়ক), ২০০৬
- মুয়াজ্জেজ এরসয় (গায়ক), ২০০৭
- খালেদ হোসেইনি (লেখক), ?
- ক্রিস এক্যুইনো, (অভিনেত্রী), ২০১১
- তাহসান রহমান খান (সংগীতশিল্পী বাংলাদেশ), ২ জানুয়ারি ২০২১