জাঞ্জিবার জাতীয় ফুটবল দল
ডাকনাম | জাঞ্জিবার নায়ক | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | জাঞ্জিবার ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | ক্যাফ (আফ্রিকা) | ||
প্রধান কোচ | হামিদ সুলায়মান | ||
সর্বাধিক ম্যাচ | খামিস মোচা খামিস (১৮) | ||
শীর্ষ গোলদাতা | খামিস মোচা খামিস (৫) | ||
মাঠ | আমান স্টেডিয়াম | ||
ফিফা কোড | ZAN | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | নেই (২১ ডিসেম্বর ২০২৩)[১] | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৩০ ৫ (১২ জানুয়ারি ২০২৪)[২] | ||
সর্বোচ্চ | ৯০ (১৯৪৭) | ||
সর্বনিম্ন | ১৭১ (নভেম্বর ১৯৯২) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
তাঙ্গানিকা ৩–১ জাঞ্জিবার (দারুস সালাম, তাঙ্গানিকা; ১৮ সেপ্টেম্বর ১৯৪৭) | |||
বৃহত্তম জয় | |||
জাঞ্জিবার ৬–০ রায়তিয়া (আর্বিল, ইরাক; ৪ জুন ২০১২) | |||
বৃহত্তম পরাজয় | |||
কেনিয়া ১০–০ জাঞ্জিবার (কেনিয়া; ১৯৬১) | |||
ভিভা বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ১ (২০১২-এ প্রথম) | ||
সেরা সাফল্য | তৃতীয় স্থান (২০১২) | ||
সিইসিএএফএ কাপ | |||
অংশগ্রহণ | ৫৮ (১৯৪৭-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন ১৯৯৫ |
জাঞ্জিবার জাতীয় ফুটবল দল (ইংরেজি: Zanzibar national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে জাঞ্জিবারের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম জাঞ্জিবারের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জাঞ্জিবার ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি এপর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্যপদ লাভ করতে পারেনি। ১৯৪৭ সালের ১৮ই সেপ্টেম্বর তারিখে, জাঞ্জিবার প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; তাঙ্গানিকার দারুস সালামে অনুষ্ঠিত উক্ত ম্যাচে জাঞ্জিবার তাঙ্গানিকার কাছে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
১৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট আমান স্টেডিয়ামে জাঞ্জিবার নায়ক নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় জাঞ্জিবারের রাজধানী জাঞ্জিবার সিটিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন হামিদ সুলায়মান।
ফিফার সদস্যপদ না থাকার ফলে জাঞ্জিবার এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। এছাড়াও তারা এপর্যন্ত একবারও আফ্রিকা কাপ অফ নেশন্সে অংশগ্রহণ করতে পারেনি। ফিফা বহির্ভূত ফুটবল দলের অংশগ্রহণে আয়োজিত কনিফা বিশ্ব ফুটবল কাপে জাঞ্জিবার এপর্যন্ত একবারও অংশগ্রহণ করেনি। অন্যদিকে, জাঞ্জিবার ১৯৯৫ সিইসিএএফএ কাপের শিরোপা জয়লাভ করেছে।
কাসিম সুলায়মান, আগ্রি মরিস, ওয়াজিরি ওমর, আব্দুলাহ জুমা এবং খামিস মোচা খামিসের মতো খেলোয়াড়গণ জাঞ্জিবারের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
[সম্পাদনা]ফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে জাঞ্জিবারের কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে জাঞ্জিবারের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৯০তম (যা তারা সর্বপ্রথম ১৯৪৭ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৭১। নিম্নে বর্তমানে বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১২৮ | ১৮ | নিকারাগুয়া | ১৩৩২ |
১২৯ | ৩০ | গুয়াদলুপ | ১৩২৭ |
১৩০ | ৫ | জাঞ্জিবার | ১৩২৬ |
১৩১ | ১৪ | সাইপ্রাস | ১৩২২ |
১৩২ | ১৮ | লিথুয়ানিয়া | ১৩২০ |
প্রতিযোগিতামূলক তথ্য
[সম্পাদনা]কনিফা বিশ্ব ফুটবল কাপ
[সম্পাদনা]কনিফা বিশ্ব ফুটবল কাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
২০১৪ | প্রত্যাহার | প্রত্যাহার | |||||||||||||
২০১৬ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
মোট | ০/২ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪।