জহিরুল আলম সিদ্দিকী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডক্টর জহিরুল আলম সিদ্দিকী বাংলাদেশের একজন তরুণ বিজ্ঞানী ও গবেষক। তিনি প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ ডিভাইস আবিষ্কার করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন।[১][২][৩]

জহিরুল আলম সিদ্দিকী
জন্ম১৯৭৮ ইং
জাতীয়তাবাংলাদেশি
অন্যান্য নামশামীম
মাতৃশিক্ষায়তনশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণক্যান্সার শনাক্তকরণ ডিভাইস আবিষ্কার
পুরস্কারব্রেইন কোরিয়া ২১ (২০০৬)
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহগ্রিফিথ বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া

প্রাথমিক পরিচয়[সম্পাদনা]

বিজ্ঞানী জহিরুল আলম সিদ্দিকীর জন্ম ১৯৭৮ সালে বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার জয়শ্রী গ্রামে।[৪][৫]

শিক্ষাজীবন[সম্পাদনা]

জহিরুল আলম সিদ্দিকী ১৯৯৩ সালে সিলেটের রেবতি-রমণ উচ্চবিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পাশ করেন। ১৯৯৫ সালে এম সি কলেজ থেকে স্টার মার্কস পেয়ে তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন। ডক্টর সিদ্দিকী ২০০১ সালে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে ভৌত রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর পিএইচডি করার জন্য ২০০৬ সালে দক্ষিণ কোরিয়ার পুসান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০০৭ সালে পিএইচডিতে অসামান্য কৃতিত্বের জন্য পুসান জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেরা ছাত্র নির্বাচিত হন ডক্টর সিদ্দিকী। এরপর তিন বছর অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির প্রফেসর এলান বন্ডের কাছে পোস্ট ডক্টরাল করেন।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

ডক্টর জহিরুল আলম সিদ্দিকী ২০১০ সালে ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট ফর বায়ো-ইঞ্জিনিয়ারিংয়ে এবং ন্যানো টেকনোলজিতে (এইবিএন) যোগ দেন। সেখানে জ্যেষ্ঠ গবেষক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মোনাশ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। বর্তমানে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন তিনি। জহিরুল আলম সিদ্দিকী প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তের যন্ত্র উদ্ভাবন করে বিশেষ খ্যাতি অর্জন করেন।

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

২০০৬ সালে ডক্টর সিদ্দিকী দক্ষিণ কোরিয়ার পুসান বিশ্ববিদ্যালয় থেকে "ব্রেইন কোরিয়া ২১" শীর্ষক শ্রেষ্ঠ গবেষণা পদক লাভ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "জহিরুল আলম | কালের কণ্ঠ"Kalerkantho। -001-11-30T00:00:00+06:01.000Z। সংগ্রহের তারিখ 2022-05-05  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "হাওরের ছেলে বিজ্ঞানী, ৯০ মিনিটে করা যাবে ক্যানসার শনাক্ত"https://wwww.jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৫  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  3. প্রতিবেদক, নিজস্ব। "আমি জয়শ্রী গ্রামের ছেলে"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৫ 
  4. Org, Haorpedia। "মুহম্মদ জহিরুল আলম সিদ্দিকী।Scientist Jahirul Alom Siddique।বিজ্ঞানী জহিরুল আলম সিদ্দিকী।।মুহম্মদ জে এ সিদ্দিকী। | HaorPedia.Org" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৫ 
  5. দিগন্ত, Daily Nayadiganta-নয়া। "ক্যান্সার শনাক্তকরণ যন্ত্র নিয়ে ড. জহিরুল আলম সিদ্দিকীর মতবিনিময়"Daily Nayadiganta (নয়া দিগন্ত) : Most Popular Bangla Newspaper। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৫