বিষয়বস্তুতে চলুন

জল-ভূতত্ত্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নেপালের উদয়পুর জেলার পুবারা শিখর শহরে একটি নেওয়া ওয়াশ জলপ্রকল্পের একটি কল থেকে একটি বালক জলপান করছে।
কূপ পরীক্ষণ
থাইল্যান্ডের ফু সাং জাতীয় উদ্যানে একটি জলপ্রপাতের নিচে একজন বালক
স্লোভাকিয়াতে অবস্থিত দেমানোভস্কা মুক্তি গুহা, "পান্না হ্রদ"
কার্স্ট প্রস্রবণ (কুনেও, পিয়েমোন্তে, ইতালি)

জল-ভূতত্ত্ব বলতে ভূতত্ত্বের একটি উপক্ষেত্রকে বোঝায়, যেখানে ভূ-ত্বকের মৃত্তিকাশিলাতে ভূগর্ভস্থ পানির বিতরণ ও চলাচল (সাধাণত ভূগর্ভস্থ সিক্ত শিলাস্তরগুলিতে) অধ্যয়ন করা হয়। একে ভূ-জলবিজ্ঞানভূগর্ভস্থ জলবিজ্ঞান নামেও ডাকা হতে পারে। ভূগর্ভস্থ পানির চলাচলের সূত্র, সচ্ছিদ্র শিলাস্তরের সাথে এই পানির যান্ত্রিক, রাসায়নিক ও তাপীয় আন্তঃক্রিয়া, পানির প্রবাহের দ্বারা শক্তি, রাসায়নিক উপাদান ও কণা-পদার্থের পরিবহন বা স্থানান্তর এই শাস্ত্রে অধ্যয়ন করা হয়।(Domenico and Schwartz, 1998).

জল-ভুতত্ত্বের সাথে সংশ্লিষ্ট প্রকৌশল শাস্ত্রটি হল ভূগর্ভস্থ পানি প্রকৌশল। প্রকৌশলের এই শাখাতে ভূগর্ভস্থ পানির চলাচল অধ্যয়ন করা হয় এবং সেই জ্ঞান কাজে লাগিয়ে জলকূপ, জল-উত্তোলক (পাম্প) ও জলনিষ্কাশন নালা নকশা করা হয়।[] ভূগর্ভস্থ পানি প্রকৌশলের মূল সমস্যাগুলির মধ্যে ভূগর্ভস্থ পানির দূষণ, জল সরবরাহ সংরক্ষণ ও পানির গুণমান বিশেষভাবে উল্লেখ্য।[] সাধারণত উন্নয়নশীল দেশগুলিতে এবং উন্নত দেশের যেসব অঞ্চল কোনও শহরের পানি সরবরাহ ব্যবস্থার সাথে সংযুক্ত নয়, সেসব স্থানে জলকূপ খনন ও নির্মাণ করা হয়। এগুলিকে এমনভাবে নকশা ও রক্ষণাবেক্ষণ করা হয় যাতে ভূগর্ভস্থ সিক্ত শিলাস্তরের অখণ্ডতা বজায় থাকে এবং যেন দূষক পদার্থ ভূগর্ভস্থ পানিতে না পৌঁছায়। যখন ভূগর্ভস্থ পানির ব্যবহার পৃষ্ঠদেশীয় জলব্যবস্থায় বিঘ্ন ঘটায় কিংবা কোনও মানব কর্মকাণ্ড স্থানীয় ভূগর্ভস্থ সিক্ত শিলাস্তর ব্যবস্থার অখণ্ডতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তখন এইরূপ প্রযুক্তিগুলি বিতর্কের কারণ হতে পারে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. The Ohio State University, College of Engineering (2018). Groundwater Engineering (5240). https://ceg.osu.edu/courses/groundwater-engineering-5240-0 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৯-০১-২৯ তারিখে
  2. Walton, William C. (November 1990). Principles of Groundwater Engineering, p. 1. CRC Press. আইএসবিএন ৯৭৮-০-৮৭৩-৭১২৮৩-৫.

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:Aquiferproperties টেমপ্লেট:Hydrogeology