বিষয়বস্তুতে চলুন

জলাশয়তত্ত্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Lake Hāwea, নিউজিল্যান্ড

লিমনোলজি বা জলাশয়তত্ত্ব (/lɪmˈnɒləi/ lim-NOL-ə-jee; প্রাচীন গ্রিক λίμνη (límnē) 'lake', and -λογία (-logía) 'study of') হল ভূস্থলজলভিত্তিক জলজ বাস্তুতন্ত্রের অধ্যয়ন।[]

এ শাস্ত্রের অন্তর্ভুক্ত হল জৈব, রসায়নিক, পদার্থিক এবং ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোর অধ্যয়ন, যেগুলি মিঠালবণাক্ত, প্রাকৃতিক ও কৃত্রিম জলাশয়ে বিদ্যমান। এর মধ্যে পড়ে হ্রদ, জলাধার, পুকুর, নদী, উৎস্য, ঝরনা, জলাভূমি এবং ভূগর্ভস্থ জল[] জলীয় পরিবেশ সাধারণত দুই ভাগে ভাগ করা হয়—প্রবহমান (লোটিক) এবং স্থির (লেন্টিক)।[]

লিমনোলজির আওতায় পড়ে জলাধার অঞ্চল, সেই অঞ্চলের মাধ্যমে জলের প্রবাহ এবং সেই পথে ঘটে যাওয়া বায়ুজৈব-রাসায়নিক পরিবর্তনগুলোর অধ্যয়ন। এই শাস্ত্রের একটি সাম্প্রতিক উপ-শাখা হল ল্যান্ডস্কেপ লিমনোলজি। এটি একটি প্রেক্ষাপটভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে জলজ বাস্তুতন্ত্রের সঙ্গে তার নিষ্কাশন অঞ্চলের সংযোগ বিশ্লেষণ, সংরক্ষণ এবং ব্যবস্থাপনায় মনোনিবেশ করে। আরও একটি নতুন উপ-শাখা, গ্লোবাল লিমনোলজি, সারা বিশ্বের ভূস্থলজলভিত্তিক জলাশয়কে পৃথিবী ব্যবস্থার অংশ হিসেবে বোঝার প্রয়োজনে গঠিত হয়েছে।[] এই পদ্ধতিতে স্থানীয় জলাশয়গুলির প্রক্রিয়াগুলিকে বৈশ্বিক পরিসরে বোঝার চেষ্টা করা হয়, যেমন—জলজ বাস্তুতন্ত্রের ভূমিকা জৈব-ভূ-রাসায়নিক চক্রে[] (সম্পূর্ণ রেফারেন্সের তালিকা অপরিবর্তিত রাখা হয়েছে।)

লিমনোলজির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বিষয় হল জলজ বাস্তুতত্ত্ব এবং হাইড্রোবায়োলজি, যেগুলি জলজ প্রাণী এবং তাদের অবৈজীব পরিবেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক অধ্যয়ন করে। যদিও লিমনোলজি অনেকাংশে মিঠা জলীয় জীববিদ্যা-এর সঙ্গে মেলে, এটি ভূখণ্ডস্থ লবণাক্ত হ্রদগুলোর অধ্যয়নও অন্তর্ভুক্ত করে।

ইতিহাস

[সম্পাদনা]

লিমনোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন ফ্রঁসোয়া-আলফঁস ফোরেল (১৮৪১–১৯১২)। তিনি জেনেভা হ্রদের উপর গবেষণার মাধ্যমে এই শাস্ত্রের ভিত্তি স্থাপন করেন। তাঁর উদ্যোগে এ বিষয়ে আগ্রহ দ্রুত বৃদ্ধি পায়। ১৯২২ সালে জার্মান প্রাণিবিজ্ঞানী আগুস্ট থিয়েনেমান এবং সুইডিশ উদ্ভিদবিজ্ঞানী আইনার নাউম্যান মিলে আন্তর্জাতিক লিমনোলজি সংঘ (SIL, Societas Internationalis Limnologiae থেকে) গঠন করেন। ফোরেলের মূল সংজ্ঞা ছিল—"হ্রদের সমুদ্রবিজ্ঞান", তবে পরবর্তীতে এর পরিধি বিস্তৃত হয়ে সকল ধরনের ভূস্থলজলীয় পরিবেশের অধ্যয়ন পর্যন্ত সম্প্রসারিত হয়।[] তাঁর এই কাজ বেনেডিক্ট ডিবোফস্কির বাইকাল হ্রদের ওপর গবেষণাকে প্রভাবিত করে।

প্রথমদিকের বিশিষ্ট মার্কিন লিমনোলজিস্টদের মধ্যে ছিলেন জি. এভেলিন হাচিনসন এবং এড ডিভি[] উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে এডওয়ার্ড এ. বার্জ, চ্যান্সি জুডে, চার্লস আর. গোল্ডম্যান এবং আর্থার ডি. হ্যাসলার মিলে লিমনোলজি কেন্দ্র প্রতিষ্ঠা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।[][]

সাধারণ লিমনোলজি

[সম্পাদনা]

ভৌত বৈশিষ্ট্য

[সম্পাদনা]

জলজ বাস্তুতন্ত্রের ভৌত বৈশিষ্ট্য নির্ধারিত হয় তাপমাত্রা, প্রবাহ, তরঙ্গ এবং অন্যান্য ঋতুভিত্তিক পরিবেশগত উপাদানের সমন্বয়ে।[] জলাশয়ের আকার-আকৃতি বা মরফোমেট্রি নির্ভর করে জলাশয়ের ধরন (যেমন হ্রদ, নদী, জলধারা, জলাভূমি, নদী মোহনা ইত্যাদি) ও তার পার্শ্ববর্তী ভূপ্রকৃতির উপর। উদাহরণস্বরূপ, হ্রদসমূহকে তাদের গঠনের ভিত্তিতে শ্রেণিবদ্ধ করা হয় এবং হ্রদের অঞ্চলসমূহ জলের গভীরতার ওপর নির্ভর করে নির্ধারিত হয়।[১০][১১]

নদীজলধারার আকার ও গঠন নির্ধারিত হয় স্থানীয় ভূতাত্ত্বিক গঠন এবং পানির গতি ও প্রবাহের উপর ভিত্তি করে।[] জলধারার গঠনে প্রভাব ফেলে ভূমির ঢাল, বৃষ্টিপাতের ধরণ, উদ্ভিদ আচ্ছাদন এবং ভূমি ব্যবহার। নদী ও হ্রদের মধ্যে সংযোগ নির্ভর করে ভূপ্রাকৃতিক নিষ্কাশন ঘনত্ব, হ্রদের আয়তন এবং তটরেখার গঠনের উপর।[১১] লিমনোলজির আওতায় পড়ে এমন অন্য একটি গুরুত্বপূর্ণ জলীয় পরিবেশ হল নদী মোহনা। নদী মোহনা হলো এমন একটি জলাশয় যেখানে নদীর জল সাগর বা মহাসাগরের সঙ্গে মিশে যায়।[] জলাভূমি বিভিন্ন আকার, গঠন ও বিন্যাসে দেখা যায়। তবে সাধারণত যা দেখা যায়, যেমন—মার্শ, বগ এবং সোয়াম্প—এই জলাভূমিগুলো বছরে বিভিন্ন সময়ে অগভীর মিঠা জল ধারণ করে অথবা শুষ্ক হয়ে পড়ে।[] ভূগর্ভস্থ জলাধার বা অ্যাকুইফারের পানির পরিমাণ ও গুণমান নির্ভর করে ভূমির উপরিভাগে উদ্ভিদের আচ্ছাদনের উপর, যা জল পুনঃভরণে সাহায্য করে এবং পানির গুণমান বজায় রাখতে সহায়ক।[১২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Kumar, Arvind (২০০৫)। Fundamentals of Limnology। APH Publishing। আইএসবিএন 9788176489195 
  2. Wetzel, R. G. (২০০১)। Limnology: Lake and River Ecosystems (3rd সংস্করণ)। Academic Pressআইএসবিএন 0-12-744760-1 )[পৃষ্ঠা নম্বর প্রয়োজন]
  3. Marsh, G. Alex; Fairbridge, Rhodes W. (১৯৯৯)। "Lentic and lotic ecosystems"। Environmental Geology (ইংরেজি ভাষায়)। Dordrecht: Springer Netherlands। পৃষ্ঠা 381–388। আইএসবিএন 978-1-4020-4494-6ডিওআই:10.1007/1-4020-4494-1_204। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২১ 
  4. Downing, John A. (জানুয়ারি ২০০৯)। "Global limnology: up-scaling aquatic services and processes to planet Earth"। SIL Proceedings, 1922-201030 (8): 1149–1166। এসটুসিআইডি 131488888ডিওআই:10.1080/03680770.2009.11923903বিবকোড:2009SILP...30.1149D 
  5. Cole, J. J. ...।  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  6. Frey, D.G. (ed.), 1963. Limnology in North America. University of Wisconsin Press, Madison
  7. "History of Limnology – UW Digital Collections" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-০২ 
  8. Beckel, Annamarie L. (১৯৮৭)। "Breaking new waters : a century of limnology at the University of Wisconsin. Special issue"Transactions of the Wisconsin Academy of Sciences, Arts and Letters (ইংরেজি ভাষায়)। 
  9. Horne, Alexander J; Goldman, Charles R (১৯৯৪)। Limnology (Second সংস্করণ)। United States of America: McGraw-Hill। আইএসবিএন 978-0-07-023673-8 [পৃষ্ঠা নম্বর প্রয়োজন]
  10. Welch, P.S. (১৯৩৫)। Limnology (Zoological Science Publications)। United States of America: McGraw-Hill। আইএসবিএন 978-0-07-069179-7 [পৃষ্ঠা নম্বর প্রয়োজন]
  11. Seekell, D.; Cael, B.; Lindmark, E.; Byström, P. (২০২১)। "The Fractal Scaling Relationship for River Inlets to Lakes"Geophysical Research Letters (ইংরেজি ভাষায়)। 48 (9): e2021GL093366। আইএসএসএন 1944-8007এসটুসিআইডি 235508504 Check |s2cid= value (সাহায্য)ডিওআই:10.1029/2021GL093366বিবকোড:2021GeoRL..4893366S 
  12. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :2 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি