জর্জ অ্যালফ্রেড হেন্টি
জর্জ অ্যালফ্রেড হেনটি | |
---|---|
![]() জর্জ অ্যালফ্রেড হেন্টির প্রতিকৃতি | |
জন্ম | ট্রামপিংটন, কেমব্রীজশায়ার, ইংল্যান্ড | ৮ ডিসেম্বর ১৮৩২
মৃত্যু | ১৬ নভেম্বর ১৯০২ ওয়েমুথ, ডরসেট, ইংল্যান্ড | (বয়স ৬৯)
পেশা | লেখক (উপন্যাসিক), যুদ্ধকালীন প্রতিনিধি |
জাতীয়তা | ইংরেজ |
সময়কাল | ঊনবিংশ শতাব্দি |
ধরন | শিশুতোষ সাহিত্য |
জর্জ অ্যালফ্রেড হেন্টি বা জি.এ. হেন্টি (সংক্ষিপ্ত) (ইংরেজি: George Alfred Henty, G. A. Henty) (জন্ম:৮ ডিসেম্বর ১৮৩২, মৃত্যু:১৬ নভেম্বর ১৯০২) ছিলেন একজন ইংরেজ লেখক এবং যুদ্ধকালীন প্রতিনিধি। তিনি তার ঐতিহাসিক রোমাঞ্চক উপন্যাসগুলির জন্য বিশেষভাবে পরিচিত যেসব ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ব্যাপক জনপ্রিয় ছিল। তার কাজগুলোর মধ্যে দ্য ড্রাগন ও দ্য রেভেন (ইংরেজি: The Dragon & The Raven) (১৮৮৬, ফর দা টেম্পল (ইংরেজি: For the Temple) (১৮৮৮), আন্ডার ড্রেক'স ফ্ল্যাগ (ইংরেজি: Under Drake's Flag) (১৮৮৩) ও ইন দা ফ্রিডম কস্ (ইংরেজি: In Freedom's Cause) (১৮৮৫) উল্লেখযোগ্য।
জীবনী[সম্পাদনা]
জর্জ অ্যালফ্রেড হেন্টি ইংল্যান্ডের কেমব্রীজশায়ারের নিকটবর্তী ট্রামপিংটনে ১৮৩২-এর ডিসেম্বরে জন্মগ্রহণ করেন। শিশুকালে অসুস্থতার কারণে তার অনেকটা সময় বিছানায় কাটাতে হয়। তিনি লন্ডনের ওয়েস্টমিনিস্টার স্কুল ও পরবরতীতে কেমব্রীজের গোনভেল এন্ড কিস কলেজে পড়াশোনা করেন।[১] তিনি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা অসম্পন্ন করেই ক্রিমীয় যুদ্ধে সেনা হাসপাতালে স্বেচ্ছাসেবায় যোগ দেন।
সেনাবাহিনির ক্যাপ্টেন পদ থেকে অবসর নেওয়ার কিছুদিন পুর্বে তিনি এলিজাবেথ ফাইনাকেনকে বিয়ে করেন। এই দম্পত্তির চার সন্তান ছিল। দীর্ঘদিনের অসুস্থতার কারণে এলিজাবেথ ১৮৬৫ সালে মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যুর কিছুদিন পর থেকেই হেনটি স্ট্যান্ডার্ড নামক একটি পত্রিকায় লেখালেখি শুরু। পত্রিকাটি তাকে তাদের বিশেষ প্রতিনিধি হিসেবে ১৮৬৬ সালে অস্ট্রো-ইতালীয় যুদ্ধে পাঠায়। হেনটি তার দীর্ঘজীবনে যাচাই ছাড়াই ব্রিটিশ সাম্রাজ্যকে সমর্থন দিয়েছে।
তার প্রথম বই আউট অফ দ্য পাম্পাস ১৮৬৮ সালে প্রকাশিত হয়। তিনি শিশুদের জন্য ১২২টি বই প্রকাশ করলেও পাশাপাশি তিনি পূর্ণবয়স্কদের জন্যও বই লিখেছিলেন।
১৯০২ সালের ১৬ নভেম্বর জর্জ আলফার্ড হেন্টি ডরসেটের ওয়েমুথে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তিনি বাই কন্ডাক্ট অ্যান্ড কারেজ নামের একটি উপন্যাস অসমাপ্ত করে রেখে গিয়েছিলেন; যা পরবর্তীতে তার ছেলে সি.জি. হেন্টি সমাপ্ত করেন।
পদটীকা[সম্পাদনা]
- ↑ "Henty, George Alfred (HNTY851GA)"। A Cambridge Alumni Database। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]

- গুটেনবের্গ প্রকল্পে G. A. Henty-এর সাহিত্যকর্ম ও রচনাবলী (ইংরেজি) (plain text and HTML)
- লিব্রিভক্সের পাবলিক ডোমেইন অডিওবুকসে
G. A. Henty
- Works by or about G. A. Henty at Internet Archive (new search, scanned books, original editions, illustrated)
- Works by G. A. Henty at Internet Archive (old search)
- গ্রন্থাগারে জর্জ অ্যালফ্রেড হেন্টি সম্পর্কিত বা কর্তৃক কাজ (ওয়ার্ল্ডক্যাট ক্যাটালগ) (ইংরেজি)
- Works by and about G. A. Henty[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] at Michigan Digitization Project
- Works about G. A. Henty at BallantyneTheBrave.com
- Alternative article containing additional information
- G.A. Henty Collection at the University of South Florida