বিষয়বস্তুতে চলুন

জম্বি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোধূলির সময় আখ ক্ষেতে একটি জম্বি।

জম্বি শব্দটি হাইতিয়ান লোককাহিনী থেকে এসেছে, যেখানে জম্বি হল একটি মৃতদেহ যা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পুনরুজ্জীবিত করা হয়। এদের দেহ জীবন্ত কিন্তু মস্তিষ্ক অচল বা মৃত। অনেক সময় কিছু ভাইরাসের কারনেও সাধারণ মানুষ জম্বিতে পরিণত হয়। এগুলোকে বলে জম্বি ভাইরাস। জম্বিদের শারীরিক এবং মানসিক কোনো অনুভূতি থাকে না। এরা রক্তের এবং মাংসের পিপাসু হয়ে থাকে। যাদের শরীরে জম্বি ভাইরাস নেই জম্বিরা তাদের আক্রমণ করে। জম্বির ভাইরাস যার শরীরে একবার প্রবেশ করে সে মানুষ জম্বিতে পরিণত হয়। ধরা যাক কোনো "A" মানুষকে জম্বি আক্রমণ করেছে, এবং সেই "A" মানুষটির শরীরে রক্তের মাধ্যমে জম্বি ভাইরাস প্রবেশ করেছে, তাহলে সেই "A" মানুষটি জম্বিতে পরিণত হবে। জম্বি হওয়ার কারণে মানুষটির মস্তিষ্কের বিকৃতি ঘটবে। এবং অতঃপর যদি দেখা যায় সেই "A" মানুষটি নতুন একটি স্বাভাবিক "B" মানুষকে আক্রমণ করে, তাহলে সেই "B" মানুষটির দেহেও জম্বির বাহক ভাইরাস প্রবেশ করবে। এবং সেই ব্যক্তিটিও জম্বিতে পরিণত হবে। এইভাবে ধীরে ধীরে একটি শৃঙ্খল তৈরি হতে থাকে।

আধুনিক মিডিয়ায় মৃতদের পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া হিসেবে প্রায়ই জাদুর পরিবর্তে বৈজ্ঞানিক কাল্পনিক পদ্ধতি যেমন বাহক, ছত্রাক, বিকিরণ, মানসিক রোগ, ভেক্টর, প্যাথোজেন, পরজীবী, বৈজ্ঞানিক দুর্ঘটনা ইত্যাদি প্রদর্শিত হয়ে থাকে।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Maçek III, J. C. (১৫ জুন ২০১২)। "The Zombification Family Tree: Legacy of the Living Dead"PopMatters। ৩ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. Deborah Christie, Sarah Juliet Lauro, সম্পাদক (২০১১)। Better Off Dead: The Evolution of the Zombie as Post-HumanFordham University Press। পৃষ্ঠা 169। আইএসবিএন 978-0-8232-3447-9