জন ডস প্যাসস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন ডস প্যাসস
জন্মজন রোডেরিগো ডস প্যাসস
(১৮৯৬-০১-১৪)১৪ জানুয়ারি ১৮৯৬
শিকাগো, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু২৮ সেপ্টেম্বর ১৯৭০(1970-09-28) (বয়স ৭৪)
বাল্টিমোর, ম্যারিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাঔপন্যাসিক, নাট্যকার, কবি, সাংবাদিক
জাতীয়তামার্কিন
সাহিত্য আন্দোলনআধুনিক
হারানো প্রজন্ম
উল্লেখযোগ্য রচনাবলিইউ.এস.এ. ত্রয়ী
উল্লেখযোগ্য পুরস্কারআন্তোনিও ফেলত্রিনেল্লি পুরস্কার

জন রোডেরিগো ডস প্যাসস (ইংরেজি: John Roderigo Dos Passos;[১] ১৪ জানুয়ারি ১৮৯৬ - ২৮ সেপ্টেম্বর ১৯৭০) ছিলেন একজন মার্কিন ঔপন্যাসিক, যিনি তার ইউ.এস.এ. ত্রয়ীর জন্য সর্বাধিক প্রসিদ্ধ।

ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে জন্মগ্রহণকারী ডস প্যাসস ১৯১৬ সালে হার্ভার্ড কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি যুবক বয়সে অনেক ভ্রমণ করতেন, বিশেষ করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে, সেখানে তিনি সাহিত্য, শিল্পকলা ও স্থাপত্যকলা সম্পর্কে জ্ঞান অর্জন করেন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন তিনি অ্যাম্বুলেন্স চালক হিসেবে মার্কিন স্বেচ্ছাসেবক দলে যোগ দিয়ে প্যারিস ও ইতালি যান এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি মেডিক্যাল কর্পোরালে যোগ দেন।

১৯২০ সালে তার প্রথম উপন্যাস ওয়ান ম্যান্‌স ইনিশিয়েশন: ১৯১৭ প্রকাশিত হয় এবং ১৯২৫ সালে তার উপন্যাস ম্যানহাটন ট্রান্সফার বাণিজ্যিকভাবে সফল হয়। তার ইউ.এস.এ. ত্রয়ীর উপন্যাসসমূহ - দ্য ফোর্টি-সেকেন্ড প্যারালাল (১৯৩০), নাইনটিন নাইনটিন (১৯৩২) ও দ্য বিগ মানি (১৯৩৬) মডার্ন লাইব্রেরির ১৯৯৮ সালের র‍্যাঙ্কিঙে বিংশ শতাব্দীর ১০০ সেরা ইংরেজি ভাষার উপন্যাস তালিকায় ২৩তম স্থান অধিকার করে। নিরীক্ষামূলক অসরলরৈখিক ধারায় রচিত এই ত্রয়ী উপন্যাসে বিংশ শতাব্দীর শুরুর দিকের মার্কিন সংস্কৃতিকে চিত্রায়িত করতে জীবনী ও সংবাদ প্রতিবেদনের উপাদানের সংমিশ্রণ দেখা যায়।

সাহিত্যকর্ম[সম্পাদনা]

উপন্যাস
  • ওয়ান ম্যান্‌স ইনিশিয়েশন: ১৯১৭ (১৯২০)
  • থ্রি সোলজার্স (১৯২১)
  • স্ট্রিটস অব নাইট (১৯২৩)
  • ম্যানহাটন ট্রান্সফার (১৯২৫)
  • ইউ.এস.এ. ত্রয়ী (১৯৩৮) - তিন খণ্ড
    • দ্য ফোর্টি-সেকেন্ড প্যারালাল (১৯৩০)
    • নাইনটিন নাইনটিন (১৯৩২)
    • দ্য বিগ মানি (১৯৩৬)
  • ড্রিসট্রিক্ট অব কলাম্বিয়া (১৯৫২) - তিন খণ্ড
    • অ্যাডভেঞ্চার্স অব আ ইয়ং ম্যান (১৯৩৯)
    • নাম্বার ওয়ান (১৯৪৩)
    • দ্য গ্র্যান্ড ডিজাইন (১৯৪৯)
  • চুজেন কান্ট্রি (১৯৫১)
  • মোস্ট লাইকলি টু সাকসিড (১৯৫৪)
  • দ্য গ্রেট ডেজ (১৯৫৮)
  • মিডসেঞ্চুরি (১৯৬১)
  • সেঞ্চুরিস এব: দ্য থার্টিন ক্রনিকল (১৯৭০, অসমাপ্ত)
কাব্য সংকলন
  • আ পুশকার্ট অ্যাট দ্য কার্ব (১৯২২)
প্রবন্ধ
  • রোসিন্যান্ট টু দ্য রোড অ্যাগেইন (১৯২২)
  • দ্য থিম ইজ ফ্রিডম (১৯৫৬)
ভ্রমণ কাহিনি
  • ওরিয়েন্ট এক্সপ্রেস (১৯২৭)
ইতিহাস
  • দ্য গ্রাউন্ড উই স্ট্যান্ড অন (১৯৪৯)
  • দ্য মেন হু মেড দ্য নেশন (১৯৫৭)
  • মিস্টার উইলসন্‌স ওয়ার (১৯৬২)
  • ব্রাজিল অন দ্য মুভ (১৯৬৩)
  • দ্য শেকলস অব পাওয়ার (১৯৬৬)
  • দ্য পর্তুগাল স্টোরি (১৯৬৯)
  • ইস্টার আইল্যান্ড: আইল্যান্ড অব এনিগমাস (১৯৭০)
জীবনী
  • দ্য হেড অ্যান্ড হার্ট অব টমাস জেফারসন (১৯৫৪)
  • প্রসপেক্টস অব আ গোল্ডেন এজ (১৯৫৯)
স্মৃতিকথা
  • দ্য বেস্ট টাইমস: অ্যান ইনফরমাল মেমোয়ার (১৯৬৬)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Passos, John Dos"অক্সফোর্ড ডিকশনারি। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]