বিষয়বস্তুতে চলুন

জন এসপোসিটো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন এস্পোসিটো
জন এস্পোসিটো, সারায়েভো, অক্টোবর ২০১৩
জন্ম (1940-05-19) ১৯ মে ১৯৪০ (বয়স ৮৫)
জাতীয়তাআমেরিকান

জন লুই এস্পোসিটো (জন্ম: ১৯ মে, ১৯৪০) একজন আমেরিকান শিক্ষাবিদ, মধ্যপ্রাচ্য অধ্যয়নধর্মীয় অধ্যয়ন বিষয়ের অধ্যাপক এবং ইসলামি অধ্যয়নের গবেষক।[] তিনি ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব, আন্তর্জাতিক বিষয় ও ইসলামি অধ্যয়ন বিভাগের অধ্যাপক। তিনি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রিন্স আল-ওয়ালিদ সেন্টার ফর মুসলিম-ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিং-এর প্রতিষ্ঠাতা পরিচালকও।

জীবনী

[সম্পাদনা]

ডক্টরেট সম্পন্ন করার পর প্রায় বিশ বছর এস্পোসিটো ম্যাসাচুসেটস-এর জেসুইট প্রতিষ্ঠান কলেজ অব দ্য হলি ক্রস-এ হিন্দুধর্ম, বৌদ্ধধর্ম এবং ইসলাম-সহ ধর্মতত্ত্ব বিষয়ে শিক্ষকতা করেন। সেখানে তিনি লয়োলা মিডল ইস্ট স্টাডিজ অধ্যাপক পদে ছিলেন এবং ধর্মতত্ত্ব বিভাগের প্রধান ও কলেজটির আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্রের পরিচালক হিসেবেও কাজ করেছেন।[] বর্তমানে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে ধর্মতত্ত্ব, আন্তর্জাতিক বিষয় এবং ইসলামি অধ্যয়ন বিভাগে শিক্ষকতা করেন।[]

এস্পোসিটো প্রখ্যাত ইসলামি গবেষক ইসমাইল রাজি আল-ফারুকির তত্ত্বাবধানে ডক্টরেট সম্পন্ন করেন।[] তিনি ১৯৮৪ সালে ইসলাম অ্যান্ড পলিটিক্স এবং ১৯৮৮ সালে Islam: The Straight Path বই প্রকাশ করেন। দুটি বই-ই ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে এবং বহু সংস্করণ বের হয়। তিনি ৩৫টির বেশি বই রচনা করেছেন এবং অক্সফোর্ডের একাধিক রেফারেন্স গ্রন্থের প্রধান সম্পাদক, যার মধ্যে রয়েছে দি অক্সফোর্ড এনসাইক্লোপিডিয়া অব দি মডার্ন ইসলামিক ওয়ার্ল্ড, দি অক্সফোর্ড হিস্ট্রি অব ইসলাম, দি অক্সফোর্ড ডিকশনারি অব ইসলাম, দি অক্সফোর্ড এনসাইক্লোপিডিয়া অব দি ইসলামিক ওয়ার্ল্ড (ছয় খণ্ড), এবং অক্সফোর্ড ইসলামিক স্টাডিজ অনলাইন[]

১৯৮৮ সালে তিনি মধ্যপ্রাচ্য অধ্যয়ন সমিতির (MESA) সভাপতি নির্বাচিত হন। তিনি আমেরিকান একাডেমি অব রিলিজিয়ন এবং আমেরিকান কাউন্সিল ফর দি স্টাডি অব ইসলামিক সোসাইটিস-এর সভাপতিও ছিলেন। এছাড়াও তিনি সেন্টার ফর দ্য স্টাডি অব ইসলাম অ্যান্ড ডেমোক্রেসির পরিচালনা পর্ষদের সহ-সভাপতি (১৯৯৯-২০০৪), ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের Council of 100 Leaders, জাতিসংঘের Alliance of Civilizations-এর High Level Group এবং ইউরোপীয় ইউনিয়নের De-Radicalisation বিশেষজ্ঞদের নেটওয়ার্কের সদস্য হিসেবে কাজ করেন। তিনি PBS-এর প্রশংসিত তথ্যচিত্র মুহাম্মাদ: লেগেসি অব অ্যা প্রফেট (২০০২)-এর উপদেষ্টা ছিলেন। আমেরিকান একাডেমি অব রিলিজিয়নের ২০০৫ সালের মার্টিন ই. মার্টি অ্যাওয়ার্ড এবং পাকিস্তানের কায়েদ-এ-আজম অ্যাওয়ার্ড লাভ করেন। ২০০৩ সালে তিনি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের School of Foreign Service থেকে শ্রেষ্ঠ শিক্ষকতার পুরস্কার পান।[]

এস্পোসিটো ১৯৯৩ সালে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর মুসলিম-ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিং প্রতিষ্ঠা করেন এবং এর প্রতিষ্ঠাতা পরিচালক হন। সৌদি রাজপুত্র আল-ওয়ালিদ বিন তালাল এই কেন্দ্রের জন্য ২০ মিলিয়ন ডলারের তহবিল প্রদান করেন, যার উদ্দেশ্য ইসলামি সভ্যতা এবং মুসলিম-খ্রিস্টান সম্পর্কে শিক্ষা ও আন্তঃধর্মীয় সংলাপকে এগিয়ে নেওয়া।[]

এস্পোসিটো ধর্মবিশ্বাসে একজন ক্যাথলিক।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Mallouki, Habib El (১৫ জানুয়ারি ২০১৬)। "Interview with the Islam scholar John Louis Esposito: Islam's image problem"Qantara.de - Dialogue with the Islamic World (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-১২ 
  2. Bio of John Esposito[অধিগ্রহণকৃত!]. Center for the Study of Islam & Democracy. Accessed February 23, 2007
  3. Academic Biography John L. Esposito. Georgetown University. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৬-০৯-০৬ তারিখে. Accessed February 23, 2007
  4. Quraishi, M. Tariq (১৯৮৬)। Ismail al-Faruqi: An Enduring Legacy। MSA Publications। পৃষ্ঠা 9। 
  5. Press Release: Georgetown University Receives $20 Million Gift From Prince Alwaleed Bin Talal To Expand Center for Muslim-Christian Understanding ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৬-০৯-০৪ তারিখে, December 12, 2005. Accessed February 23, 2007
  6. Parray, Tauseef Ahmad (১৩ জানুয়ারি ২০২১)। "On Reading John Esposito's Islam—The Straight Path"Greater Kashmir। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২২