জগন্স ডিগ্রি ও পিজি কলেজ
অবয়ব
জগন্স ডিগ্রি ও পিজি কলেজ ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার রামলিঙ্গপুরমের একটি বাণিজ্য, শিল্পকলা এবং প্রাকৃতিক বিজ্ঞান কলেজ। এটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিক্রম সিংহপুরী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কলেজটি গণিত, পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স এবং ব্যবসায় ব্যবস্থাপনাসহ বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স অফার করে। [১] [২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "PG Colleges under the jurisdiction of Vikrama Simhapuri University" (পিডিএফ)। Vikrama Simhapuri University। ২১ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Outlook"।