জগদ্ধাত্রী (টেলিভিশন ধারাবাহিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জগদ্ধাত্রী
ধরননাটক
প্রণয়ধর্মী
রোমাঞ্চকর
অপরাধ
নির্মাতাব্লুজ প্রোডাকশন
উন্নয়নকারীব্লুজ প্রোডাকশন
চিত্রনাট্যস্নেহাশিষ চক্রবর্তী
গল্প লেখকস্নেহাশিষ চক্রবর্তী
পরিচালকসুকমল নাথ
সৃজনশীল পরিচালকস্নেহাশিষ চক্রবর্তী
অভিনয়ে
  • অঙ্কিতা মল্লিক
  • সৌম্যদীপ মুখার্জি
উদ্বোধনী সঙ্গীত"জগদ্ধাত্রী..... জগদ্ধাত্রী"
সুরকারস্নেহাশিষ চক্রবর্তী
মূল দেশভারত
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা১৬৫
নির্মাণ
প্রযোজকস্নেহাশিষ চক্রবর্তী
নির্মাণের স্থানকলকাতা
চিত্রগ্রাহকসুকান্ত বাগ
সম্পাদকবাপন & সুমিত
ব্যাপ্তিকাল২২ মিনিট
নির্মাণ কোম্পানিব্লুজ প্রোডাকশন
পরিবেশকজি বাংলা
জি৫
মুক্তি
মূল নেটওয়ার্কজি বাংলা
মূল মুক্তির তারিখ২৯ আগস্ট ২০২২ (2022-08-29) –
চলমান

জগদ্ধাত্রী হল একটি ২০২২ ভারতীয় বাংলা ভাষার প্রণয়ধর্মী রোমাঞ্চকর নাটক টেলিভিশন ধারাবাহিক যা ২৯ আগস্ট ২০২২-এ বিনোদনমূলক চ্যানেল জি বাংলায় সম্প্রচার করা হয়েছিল এবং এটি ডিজিটাল প্ল্যাটফর্ম জি৫- এ উপলব্ধ। ধারাবাহিকটি প্রযোজনা করেছেন ব্লুজ প্রোডাকশনের স্নেহাশিষ চক্রবর্তী এবং প্রধান ভূমিকায় রয়েছেন অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখার্জি। [১] [২] [৩] [৪]

পটভূমি[সম্পাদনা]

গল্পটি একটি অনাথ মেয়ে জগদ্ধাত্রী এবং একটি ধনী ছেলেকে ঘিরে জড়িত যারা উভয়ই বন্ধু এবং বিশেষ অপরাধ শাখার কর্মকর্তা। জগদ্ধাত্রী একজন বিশেষ অপরাধ শাখার গুপ্ত-কর্মকর্তা কিন্তু তার আসল পরিচয় কেউ জানে না।

অভিনয় শিল্পী[সম্পাদনা]

  • জগদ্ধাত্রী সান্যাল মুখার্জি বা জ্যাস সান্যাল চরিত্রে অঙ্কিতা মল্লিক – একজন বিশেষ অপরাধ শাখার কর্মকর্তা, দেব এবং শিখার মেয়ে, স্বয়ম্ভুর স্ত্রী, মেহেন্দির সৎ বোন। [৫] [৬] [৭]
  • স্বয়ম্ভু মুখার্জি চরিত্রে সৌম্যদীপ মুখার্জি – একজন বিশেষ অপরাধ শাখার কর্মকর্তা, জগদ্ধাত্রীর স্বামী, উৎসবের সৎ ভাই। [৮]
  • শকুন্তলা সান্যাল চরিত্রে কাঞ্চনা মৈত্র : দেবের দ্বিতীয় স্ত্রী; জগদ্ধাত্রীর সৎ মা; মেহেন্দি আর মৌমার মা।
  • দেব সান্যাল চরিত্রে বিপ্লব ব্যানার্জি: জগদ্ধাত্রী, মেহেন্দি এবং মৌমার বাবা; প্রয়াত শিখার সাবেক স্বামী, শকুন্তলার স্বামী।
  • মেহেন্দি সান্যাল মুখার্জির চরিত্রে সঞ্চারী দাস/রিতু রাই আচার্য : দেব ও শকুন্তলার মেয়ে; জগদ্ধাত্রীর সৎ বোন; মৌমার বোন; উৎসবের স্ত্রী।
  • মহাশ্বেতা সান্যাল চরিত্রে সোমা দে : দেব এবং নূপুরের মা; জগদ্ধাত্রী, মেহেন্দি, মৌমা, উপাসনা এবং আরাধনার দাদী।
  • উপাসনা চরিত্রে শোভনা ভুনিয়া: নূপুরের মেয়ে; আরাধনার বোন; জগদ্ধাত্রী, মেহেন্দি, মৌমার মামাতো বোন।
  • নূপুর চরিত্রে সোমশ্রী চাকী: দেবের বোন; উপাসনা ও আরাধনের মা; জগদ্ধাত্রী, মেহেন্দি, মৌমার পিসী।
  • আরাধনা চরিত্রে রোশনি ঘোষ: নূপুরের মেয়ে; উপাসনার বোন; জগদ্ধাত্রী, মেহেন্দি, মৌমার পিসতুতো বোন।
  • মৌমা সান্যাল চরিত্রে সহমিতা আচার্য: জগদ্ধাত্রীর সৎ বোন, দেব এবং শকুন্তলার মেয়ে; মেহেন্দির বোন।
  • মেনান চরিত্রে গৌরব ঘোষাল - একজন ভয়ঙ্কর গ্যাংস্টার এবং মাফিয়া।
  • কৌশিকী মুখার্জি চট্টোপাধ্যায় চরিত্রে রূপশা চক্রবর্তী।
  • সমরেশ চ্যাটার্জি চরিত্রে আদিত্য চৌধুরী: কৌশিকির স্বামী।
  • উৎসব মুখার্জি চরিত্রে অর্ক চক্রবর্তী: রাজনাথ ও বৈদেহীর ছেলে; স্বয়ম্ভুর সৎ ভাই; সাংভি আর শায়নার ভাই; জগদ্ধাত্রীর প্রাক্তন প্রেমিক; মেহেন্দির স্বামী; কৌশিকীর কাকাতো ভাই; মেনানের ডান হাত।
  • বৈদেহী মুখার্জি চরিত্রে মৌমিতা গুপ্ত - রাজনাথের দ্বিতীয় স্ত্রী; উৎসব, সাংভি এবং শায়নার মা; স্বয়ম্ভুর সৎ মা।
  • রাজনাথ মুখার্জি চরিত্রে সুপ্রিয় দত্ত - বৈদেহীর স্বামী; স্বয়ম্ভু, উৎসব, সাংভি আর শায়নার বাবা।
  • ভার্গবী মুখার্জি চরিত্রে তাপসী রায় চৌধুরী: দিবানাথের স্ত্রী; কৌশিকীর মা।
  • দিবানাথ মুখোপাধ্যায় চরিত্রে মনিশঙ্কর ব্যানার্জি: রাজনাথের ভাই; ভার্গবীর স্বামী; কৌশিকীর বাবা।
  • গরিমা মুখার্জি চরিত্রে রূপশা চ্যাটার্জি: প্রীতির বোন: কৌশিকি, উৎসব, সাংভি এবং শায়নার কাজিন বোন, গুঞ্জনের প্রেমের আগ্রহ।
  • শায়না মুখার্জি চরিত্রে পায়েল তরফদার: রাজনাথ ও বৈদেহীর মেয়ে; স্বয়ম্ভুর সৎ বোন; উৎসব ও সাংভির বোন; কৌশিকীর মামাতো বোন।
  • সাংভি মুখার্জি চরিত্রে প্ররোনা ভট্টাচার্য: রাজনাথ এবং বৈদেহীর মেয়ে; স্বয়ম্ভুর সৎ বোন; উৎসব আর শায়নার বোন; কৌশিকীর মামাতো বোন।
  • গুঞ্জন চরিত্রে সৌগত দাশগুপ্ত; গোরিমার প্রেমের আগ্রহ।
  • প্রীতি চরিত্রে ত্বরিতা চ্যাটার্জি: দেবুর স্ত্রী; কৌশিকী, উৎসব, সাংভি আর শায়নার মামাতো বোন।
  • দেবু চরিত্রে দেবজয় মল্লিক: প্রীতির স্বামী।
  • দিব্যা সেন চরিত্রে প্রিয়া পাল: সমরেশের প্রেমের আগ্রহ; কৌশিকীর প্রতিদ্বন্দ্বী।
  • শরিন্দ্রী চরিত্রে সুকন্যা চ্যাটার্জি: একজন রিপোর্টার; উৎসবের সাবেক প্রেমিকা।
  • বাগচী চরিত্রে শুভজিৎ ব্যানার্জি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Jagaddhatri: 'জগদ্ধাত্রী পা রাখে যেখানে,পাপ মুছে যায় সেখানে', জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক"Hindustan Times Bangla। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১ 
  2. "Model Ankita Mallick to play a special crime branch officer in upcoming TV show 'Jagaddhatri'" 
  3. "রূপে জগদ্ধাত্রী, পাপের বিনাশে মা দুর্গা, রইল জি বাংলার নতুন নায়িকার পরিচয়" 
  4. "রাতারাতি মহিলাদের হার্টথ্রব, 'জগদ্ধাত্রী' সিরিয়ালের নায়ক আসলে কে, রইল অভিনেতার আসল পরিচয়" 
  5. "Jagaddhatri: 'জগদ্ধাত্রী পা রাখে যেখানে,পাপ মুছে যায় সেখানে', জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক"Hindustan Times Bangla। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১ 
  6. "Model Ankita Mallick to play a special crime branch officer in upcoming TV show 'Jagaddhatri'" 
  7. "রূপে জগদ্ধাত্রী, পাপের বিনাশে মা দুর্গা, রইল জি বাংলার নতুন নায়িকার পরিচয়" 
  8. "রাতারাতি মহিলাদের হার্টথ্রব, 'জগদ্ধাত্রী' সিরিয়ালের নায়ক আসলে কে, রইল অভিনেতার আসল পরিচয়"