জগদীশ চন্দ্র বসু স্মৃতি জাদুঘর
স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি | |
---|---|
স্থানীয় নাম স্যার জগদীশ চন্দ্র বসু জাদুঘর | |
![]() | |
ধরন | প্রত্নতাত্ত্বিক নিদর্শন |
অবস্থান | শ্রীনগর উপজেলা |
অঞ্চল | মুন্সিগঞ্জ জেলা |
মালিক | বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর |
সূত্র নং | BD-C-35-65 |
স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি প্রখ্যাত বাঙালি উদ্ভিদবিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক বাড়ি। এটি শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল গ্রামে অবস্থিত। ঢাকা থেকে এর দুরুত্ব প্রায় ৩৫ কিলোমিটার।[১]
ইতিহাস[সম্পাদনা]
স্যার জগদীশ চন্দ্র বসু প্রথম সফল বাঙালি বিজ্ঞানী যিনি উদ্ভিদের যে প্রাণ আছে তা আবিষ্কার করেন। এছাড়া তিনি বেতার যন্ত্র আবিস্কারের স্বপ্নদ্রষ্টা।[২] তার পৈতৃক বাড়িটির ত্রিশ একর জায়গায় জগদীশ চন্দ্র বসু কলেজ ও কমপ্লেক্স নির্মিত হয়েছে।[১] তার জীবিত অবস্থায় তিনি তার সম্পত্তি দান করে যান। সেখানে ১৯২১ সালে সুরুজ বালা সাহা বিদ্যালয় ও পরে ১৯৯১ সালে জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ প্রতিষ্ঠা করা হয়।[৩] ২০১১ সালে জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে, যা চলে জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশনের উদ্যোগে। কমপ্লেক্সে নির্মিত হয়েছে জগদীশ চন্দ্র বসু স্মৃতি জাদুঘর, পশু-পাখির ম্যুরাল, কৃত্রিম পাহাড়-ঝরনা ও সিঁড়ি বাধানো পুকুর ঘাট। জাদুঘরে জগদীশ চন্দ্র বসুর পোট্রেট, গবেষণাপত্র, হাতে লেখা পান্ডুলিপি, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তিতে তাকে লেখা চিঠি ও রবীন্দ্রনাথের বসুকে লেখা চিঠি, তেল রং দিয়ে অাঁকা ১৭টি দুর্লভ ছবি, রয়্যাল সোসাইটিতে দেওয়া বক্তৃতার কপি এবং নানা দুর্লভ জিনিস রয়েছে।[১][৪]
অবকাঠামো[সম্পাদনা]
স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়িটি ৬ কক্ষবিশিষ্ট। বাড়িটির একটি কক্ষকে জাদুঘর হিসেবে রূপান্তর করা হয়েছে। এই বাড়িতে ৬টি দিঘী রয়েছে।[৩]
চিত্রশালা[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "ঘুরে আসুন জগদীশ চন্দ্রের বাড়ি"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৫ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৬।
- ↑ "জগদীশ চন্দ্র বসু"। বাংলাদেশ প্রতিদিন। ২৬ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৬।
- ↑ ক খ "সংস্কারের অভাবে হারিয়েছে যাচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসু স্মৃতি জাদুঘর"। দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৬।
- ↑ "জগদীশ চন্দ্র বসু স্মৃতি জাদুঘর"। বণিক বার্তা। জানুয়ারি ২, ২০১৫। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
![]() |
উইকিমিডিয়া কমন্সে জগদীশ চন্দ্র বসু স্মৃতি জাদুঘর সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
স্থানাঙ্ক: ২৩°৩১′০৭″ উত্তর ৯০°১৫′০১″ পূর্ব / ২৩.৫১৮৬০৮° উত্তর ৯০.২৫০১৪৫° পূর্ব