জগদা নন্দ সিংহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জগদা নন্দ সিংহ (জন্ম: ১৫ জুলাই ১৯৪৫) একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি লেফঃ রামরুচি সিংহের ছেলে এবং ১৯৭৩ সালে বারাণসীর হরিশ চন্দর কলেজ থেকে এলএলবি করেছেন। [১] তিনি ভারতীয় সংসদের সদস্য ছিলেন এবং রাষ্ট্রীয় জনতা দল থেকে পঞ্চদশ লোকসভায় বক্সার (লোকসভা কেন্দ্র) প্রতিনিধিত্ব করেছিলেন। [২] এর আগে তিনি রামগড় নির্বাচনী এলাকা থেকে রাষ্ট্রীয় জনতা দলের বিধায়কও ছিলেন। তিনি বিহারের রাষ্ট্রীয় জনতা দলের রাজ্য সভাপতি। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://myneta.info/LokSabha2019/candidate.php?candidate_id=13074
  2. "Profile of Members"Government of India। ১ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১২ 
  3. Kumar, Anshuman (২৬ নভেম্বর ২০১৯)। "Jagdanand Singh becomes Bihar state president of Rashtriya Janata Dal"The Economic Times। ২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০২০