বিষয়বস্তুতে চলুন

ছোস-দ্বাং-গ্রাগ্স-পা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ছোস-দ্বাং-গ্রাগ্স-পা (ওয়াইলি: chos dbang grags pa) (১৪০৪-১৪৬৯) তিব্বতের খাম্স অঞ্চলে অবস্থিত ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) দ্বিতীয় প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

[সম্পাদনা]

ছোস-দ্বাং-গ্রাগ্স-পা ১৪০৪ খ্রিষ্টাব্দে ঝাংঝুং অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা, র্গ্যাল-ত্শাব-র্জে-দার-মা-রিন-ছেনম্খাস-গ্রুব-র্জে-দ্গে-লেগ্স-দ্পাল-ব্জাং। তিনি সংস্কৃত ধ্বনিবিদ্যা, তর্কবিদ্যা ও কাব্যশাস্ত্রে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। তিনি দ্রেপুং বৌদ্ধবিহারে অধ্যাপনার দায়িত্বও পালন করেন। ১৪৪০ খ্রিষ্টাব্দে তিনি নাগ্স-শোদ (ওয়াইলি: nags shod) অঞ্চলে স্পুস-ম্দা'-র্নাম-র্গ্যাল-দ্পাল-'বার (ওয়াইলি: spus mda' rnam rgyal dpal 'bar) বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি গ্লাং-লিং (ওয়াইলি: glang ling), বিগ-ছোস-র্দজোং (ওয়াইলি: wig chos rdzong), র্ঙ্গু-ছু-র্গ্যুদ-খ্রি-র্দো (ওয়াইলি: rngu chu rgyud khri rdo) প্রভৃতি বৌদ্ধবিহারও প্রতিষ্ঠা করেন। ১৪৫৮ খ্রিষ্টাব্দে তিনি খাম্স অঞ্চলে অবস্থিত ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) দ্বিতীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন ও এই পদে তিনি পাঁচ বছর থাকেন। তিনি দ্পাল-দুস-ক্যি-'খোর-লো'ই-র্নাম-ব্ঝাগ (ওয়াইলি: dpal dus kyi 'khor lo'i rnam bzhag), র্তেন-'ব্রেল-ব্স্তোদ-পা'ই'-গ্রেল-বা (ওয়াইলি: rten 'brel bstod pai 'grel ba), লো-ছেন-রিন-ছেন-ব্জাং-পো'ই-র্নাম-থার-ত্শিগ্স-ব্চাদ (ওয়াইলি: lo chen rin chen bzang po'i rnam thar tshigs bcad), মি-লা-রাস-পার-ব্স্তোদ-পা (ওয়াইলি: mi la ras par bstod pa), র্গ্যাল-পো-রা-মা-না'ই-র্তোগ্স-ব্র্জোদ (ওয়াইলি: rgyal po rA ma na'i rtogs brjod) প্রভৃতি গ্রন্থ রচনা করেন। তিনি দুস-'খোর-গ্যি-টিক-ছেন (ওয়াইলি: dus 'khor gyi Tik chen) নামক ম্খাস-গ্রুব-র্জে-দ্গে-লেগ্স-দ্পাল-ব্জাং রচিত কালচক্র বিষয়ক অসম্পূর্ণ গ্রন্থটিকেও সম্পূর্ণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Chhosphel, Samten (এপ্রিল ২০১০)। "Chowang Drakpa"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৬ 
পূর্বসূরী
ব্যাং-সেম্স-শেস-রাব-ব্জাং-পো
ছোস-দ্বাং-গ্রাগ্স-পা
ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের দ্বিতীয় প্রধান
উত্তরসূরী
ম্ত্শুর-স্তোন-নাম-ম্খা'-দ্পাল-বা