ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসা
ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার লোগো
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত১ জানুয়ারি ১৯৫১; ৭৩ বছর আগে (1951-01-01)
প্রতিষ্ঠাতাআব্দুছ ছোবহান সওদাগর
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ১০০০
ঠিকানা
পাথরঘাটা, আসাদগঞ্জ সড়ক
, , ,
শিক্ষাঙ্গনশহুরে
EIIN সংখ্যা১০৪৫২৩
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন
এমপিও সংখ্যা২০৬১১২৪০১
ওয়েবসাইটhttp://104523.ebmeb.gov.bd/
মানচিত্র

ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি উল্লেখযোগ্য আলিয়া মাদ্রাসা[১] মাদ্রাসাটি চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানার অন্তর্গত আসাদগঞ্জ সড়কের পাথরঘাটা নামক স্থানে অবস্থিত।[২] মাদ্রাসাটি বর্তমানে ফাজিল ও কামিল ডিগ্রির জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এবং দাখিল ও আলিম শ্রেণীর জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে রয়েছে।[৩] এটি ১৯৫১ সালে চট্টগ্রামের স্থানীয় আলেম কর্তৃক প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসার বর্তমান অধ্যক্ষের নাম মুফতি মোহাম্মদ হারুনুর রশীদ।[৪]

ইতিহাস[সম্পাদনা]

১৯৫১ সালে চট্টগ্রাম জেলায় ইসলামি শিক্ষার উন্নয়ন করার জন্য মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। মাদ্রাসার ভালো ফলাফলের জন্য ধীরে ধীরে মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেলে মাদ্রাসায় দাখিল ও আলিম শ্রেণী সরকার কর্তৃক অনুমোদন লাভ করে। পর্যায়ক্রমে মাদ্রাসায় ফাজিল ও কামিল শ্রেণী চালু করা হয়।

২০০৬ সালের পূর্ব পর্যন্ত বাংলাদেশের আলিয়া মাদ্রাসাসমূহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক পরিচালিত হতো। ২০০৬ সালের ইসলামী বিশ্ববিদ্যালয় সংশোধনী আইন, ২০০৬ মোতাবেক আলিয়া মাদ্রাসার ফাযিল (স্নাতক ডিগ্রি) ৩ বছর এবং কামিল (স্নাতকোত্তর) ২ বছর মোট ৫ বছরের কোর্স চালু হয় এবং বাংলাদেশের বহু মাদ্রাসার সাথে এই মাদ্রাসাও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।[৫] এর ফলে ফাজিল ও কামিল পরীক্ষা উভয় মিলিয়ে সাধারণ শিক্ষার পূর্ণ স্নাতক ডিগ্রির সমমান লাভ করে। ২০১৬ সালে মাদ্রাসাটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়।[৬]

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

মাদ্রাসাটিতে ইবতেদায়ী থেকে শুরু করে আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ পর্যায় কামিল শ্রেণী পর্যন্ত রয়েছে।[৭] এছাড়াও এই মাদ্রাসার দাখিল ও আলিম উভয় স্তরে বিজ্ঞান ও মানবিক শাখা বিদ্যমান রয়েছে। এই মাদ্রাসার ফাজিল ও কামিল পর্যায়ে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ প্রভৃতি বিভাগ চালু আছে। এখানে, ফাজিল ও কামিল পর্যায়ের ছাত্রদের বিষয়ভিত্তিক গবেষণার সুযোগ রয়েছে। ২০২১ সালে পিএইচপি ফ্যামিলি এই মাদ্রাসায় একটি ভবন নির্মাণের জন্য অর্থায়ন করে।[৮]

সহশিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

এই মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে থাকে। এছাড়াও এই মাদ্রাসার শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে থাকে। ১৯৭৮ সালে এই মাদ্রাসার এক অনুষ্ঠানে মুহাম্মদ আব্দুল মান্নান কর্তৃক বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ছাত্র সংগঠন প্রতিষ্ঠা হয়।[৯]

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Administrator (২০২০-০১-০৪)। "ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার অনার্স ১ম বর্ষের ওরিয়েনন্টেশন ক্লাস সম্পন্ন"অজানা বাংলাদেশ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২০ 
  2. "ছোবহানিয়া মাদরাসায় ফাযিল (অনার্স) প্রথম বর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২১ 
  3. "ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় : ফাযিল অনার্স ভর্তি তথ্য"এডু ডেইলি ২৪ ডট কম। ২০১৫-১২-২১। ২০২২-০৯-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২১ 
  4. Azadi, Dainik (২০২২-০৮-০৫)। "ছোবহানিয়া আলিয়া মাদরাসায় শোহাদায়ে কারবালা মাহফিল"দৈনিক আজাদী (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "আলিয়া মাদরাসার উৎপত্তি ও ক্রমবিকাশ"lekhapora24.net। ২০২১-০৮-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৭ 
  6. "মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রত্যাশা"SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১০ 
  7. EIIN, Posted in Madrasha (২০২১-০৪-১৭)। "Sobhania Kamil Madrasah (EIIN Code, Address, Phone Number)"QnApedia (ইংরেজি ভাষায়)। ২০২২-০৯-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২১ 
  8. BonikBarta। "পিএইচপি ফ্যামিলির অর্থায়নে ছোবহানিয়া মাদ্রাসায় একাডেমিক ভবন উদ্বোধন"বনিক বার্তা ডট নেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২০ 
  9. "বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ইতিহাস"বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা (ইংরেজি ভাষায়)। ২০২১-১১-১৭। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২০ 
  10. হক, প্রফেসর ড মো: ময়নুল। "শায়খুল হাদীস আল্লামা ফখরুদ্দীন জাতজামী (রহ.)"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১২ 
  11. যাকারিয়া, প্রফেসর ড আবু বকর মুহাম্মাদ। "প্রফেসর আল্লামা ফখরুদ্দীন আহমাদ রাহিমাহুল্লাহ"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]