ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
ছিলোনিয়া, অর্জুনতলা ইউনিয়ন, , মানিকপুর–৩৮৬০, | |
তথ্য | |
ধরন | মাধ্যমিক বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ২৮ জানুয়ারি ১৯৬৮ |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা |
বিদ্যালয় জেলা | নোয়াখালী জেলা |
সেশন | জানুয়ারি–ডিসেম্বর |
বিদ্যালয় কোড | ১০৭৪৭৯ |
প্রধান শিক্ষক | মোহাম্মদ আবদুস সাত্তার |
অনুষদ | বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা |
শিক্ষকমণ্ডলী | ১৮ |
শ্রেণী | ৬ষ্ঠ–১০ম |
লিঙ্গ | বালক, বালিকা |
ভাষা | বাংলা |
শিক্ষায়তন | ১.১ একর |
ক্যাম্পাসের ধরন | গ্রামীণ |
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হচ্ছে বাংলাদেশের নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নে অবস্থিত অন্যতম প্রাচীন এবং সুপরিচিত একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯৬৮ সালে; এবং ২০১৮ সালে এটি প্রতিষ্ঠার অর্ধ-শতবর্ষ উৎযাপন করে।[১]
ইতিহাস[সম্পাদনা]
১৯৬৮ সালে অর্জুনতলা ইউনিয়ন এ শিক্ষার মান বৃদ্ধির উদ্দেশ্যে ড. টিআই নুরুজ্জামান চৌধুরীর উদ্যোগে একটি মাইনর স্কুল প্রতিষ্ঠা করা হয়। ছিলোনিয়া মাইনর স্কুল নামে কার্যক্রম শুরু করা প্রতিষ্ঠানটিকে ১৯৭৩ সালে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর করা হয় ও নাম পরিবর্তন করে ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় রাখা হয়।[২]
শ্রেণি, বিভাগ ও শাখা সমূহ[সম্পাদনা]
বর্তমানে এ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করা হয়।
ইউনিফর্ম[সম্পাদনা]
- ছেলেদের সাদা শার্ট , নেভি ব্লু প্যান্ট , সাদা কেডস্ এবং কালো বেল্ট
- মেয়েদের নীল কামিজ , কামিজের উপর সাদা ক্রস বেল্ট , কোমরে সাদা বেল্ট , সাদা অ্যাপ্রোন এবং সাদা কেডস্
শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
বিদ্যালয়টিতে ছেলে এবং মেয়ে উভয়ের অধ্যয়নের সুযোগ থাকে।
ফলাফল[সম্পাদনা]
বিদ্যালয়ে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশের হারের তালিকাঃ[৩]
সাল | পরীক্ষার নাম | পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার |
---|---|---|---|---|
২০১৯ | এসএসসি | ১০৬ | ১০৪ | ৯৮.১১ |
২০২০ | এসএসসি | ১৪৩ | ১২০ | ৮৩.৯২ |
২০২১ | এসএসসি | ২১৫ | ২০১ | ৯৩.৪৯ |
সহশিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যবহৃত হয়। বছরজুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতির জনকের জন্মদিন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। বর্ষবরণ, বাসন্তী উৎসব ইত্যাদি নানা রকম অনুষ্ঠান শিক্ষার্থী-শিক্ষক সম্মিলিতভাবে পালন করে।
অন্যান্য কার্যক্রম[সম্পাদনা]
আরো দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "পরিক্রমা, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়"। kalerkantho.com। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৩।
- ↑ "প্রতিষ্ঠা"। banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৩।
- ↑ "ফলাফল"। banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৩।