ছাইরঙা বুলবুল
ছাইরঙা বুলবুল | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Passeriformes |
পরিবার: | Pycnonotidae |
গণ: | প্যাসারিফর্মিস |
প্রজাতি: | H. flavala |
দ্বিপদী নাম | |
Hemixos flavala (ব্লাইদ, ১৮৪৫) | |
প্রতিশব্দ | |
|
ছাইরঙা বুলবুল (ইংরেজি: Ashy Bulbul) (Hemixos flavala) বা কালো-ধূসর বুলবুলি বুলবুলি পরিবারভুক্ত গায়ক পাখি। এটি ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাংলাদেশ, ভারতের আসাম, মেঘালয়, ভুটান, নেপাল, মিয়ানমার, কম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ও সিঙ্গাপুরে দেখতে পাওয়া যায়।[১]
গঠন
[সম্পাদনা]স্ত্রী-পুরুষ দেখতে একইরকম। এটি দৈর্ঘ্য ২০-২১ সেন্টিমিটার। মাথায় কালো-ধূসর ঝুঁটি থাকে। গলা সাদা রঙের। চোখের পিছনে অংশ হালকা বাদামি। ঠোঁটের গোড়া থেকে চোখের নিচ পর্যন্ত কালো। পিঠ থেকে লেজের উপরাংশ পর্যন্ত কালচে-ধূসর। লেজ কালচে-বাদামি। ডানা উজ্জ্বল জলপাই। ডানার গোড়ার দিকে কালো টান। বুক, পেট ও লেজতল ধূসর-সাদা। ঠোঁট ও পা কালচে।
স্বভাব
[সম্পাদনা]এদের প্রাকৃতিক আবাসস্থল ক্রান্তীয় আর্দ্র নিম্নভূমির বন বা ক্রান্তীয় আর্দ্র পার্বত্য অরণ্য। স্বভাবে চঞ্চলমতি এরা। ফুলের মধু, ছোট ফল-ফলাদি কিংবা পোকামাকড় এদের প্রধান খাদ্য। প্রজনন মৌসুম এপ্রিল থেকে জুলাই। গাছের নিচু ডালে পেয়ালা আকৃতির বাসা বাঁধে। ডিম পাড়ে ২-৩টি। ডিম ফুটতে সময় লাগে ১২-১৫ দিন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কালো-ধূসর বুলবুলি"। ittefaq.com.bd। ২০১৯-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-০৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]