ছত্তরপুর রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ছত্তরপুর রাজ্য
छतरपुर
ব্রিটিশ ভারত পাওয়ার (পারমার) রাজপুত শাসিত দেশীয় রাজ্য
১৭৮৫–১৯৫০

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত ছত্তরপুর রাজ্যের মানচিত্র
রাজধানীছত্তরপুর
আয়তন 
• ১৯০১
২,৯২৭ বর্গকিলোমিটার (১,১৩০ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
১০,০২৯
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৭৮৫
১৯৫০
উত্তরসূরী
ভারত
বর্তমানে যার অংশমধ্যপ্রদেশ, ভারত

ছত্তরপুর রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ১৭৮৫ খ্রিস্টাব্দে রাজ্যটির পত্তন ঘটে এবং রাজধানী স্থানান্তরিত হয় ছত্তরপুর শহরে৷[১]

ছত্তরপুর রাজ্যের শেষ রাজা ভবানী সিংহ ভারতীয় অধিরাজ্যে যুক্ত হওয়ার সম্মতিপত্রে স্বাক্ষর করেন৷[তথ্যসূত্র প্রয়োজন]

ইতিহাস[সম্পাদনা]

১৭৮৫ খ্রিস্টাব্দে ছত্তরপুর রাজ্যটি প্রতিষ্ঠিত হয়৷ রাজধানী ছত্তরপুরের নামটি আসে স্বাধীন বুন্দেলখণ্ডের প্রতিষ্ঠাতা মহারাজা ছত্রশালের নাম অনুসারে৷ ফলে রাজধানীসহ এই দেশীয় রাজ্যটি মহারাজা ছত্রশালের স্মৃতি বহন করে। ১৭৮৫ থেকে নিরবিচ্ছিন্নভাবে তার উত্তরসূরিরাই এই রাজ্য পরিচালনা করে এসেছেন। ১৮০৬ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার রাজা কুনওয়ার সোন সিং পাওয়ার-এর সময়কালে এটিকে ব্রিটিশ ভারতের একটি দেশীয় রাজ্যের মর্যাদা দেয়। ১৮৫৪ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার অপুত্রক রাজার অকস্মাৎ মৃত্যুর কারণ দেখিয়ে স্বত্ববিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে রাজ্যটিকে আত্মসাৎ করার চেষ্টা করলেও কোন কারণে দত্তক পুত্র জগতরাজের রাজ্য বাজেয়াপ্ত করা থেকে বিরত থাকে তারা।[২] এটি ছিল মধ্য ভারত এজেন্সির বুন্দেলখণ্ড এজেন্সির অন্তর্গত।

ছত্তরপুর রাজ্যটি ১,১১৮ বর্গমাইল (২,৯০০ কিমি)‌ অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল এবং ১৯০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে এটির মোট জনসংখ্যা ছিল ১,৫৬,১৩৯ জন। ওই বছরই ছত্তরপুর শহরের জনসংখ্যা ছিল ১০,০৩৯ জন। শহরের ছিল একটি উচ্চ বিদ্যালয় এবং একটি কাগজ ও কাটলারির কল। এই রাজ্যের নওগাঁওতে ছিল ব্রিটিশ সেনা শিবির। ভারতে যোগদানের পর এই রাজ্যটি স্বাধীন ভারতের বিন্ধ্যপ্রদেশের অন্তর্ভুক্ত হয়। পরে ১৯৫৬ খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে বিন্ধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের অংশীভূত হয়।[৩]

শাসকবর্গ[সম্পাদনা]

ছত্তরপুর দেশীয় রাজ্যের শাসক দল প্রাথমিকভাবে রাজা এবং পরবর্তীকালে মহারাজা উপাধিতে ভূষিত হতেন।[৪]

রাজা[সম্পাদনা]

  • ১৭৮৫ - ১৮১৬ কুনোয়ার সোন শাহ (সিং পাওয়ার)
  • ১৮১৬ - ১৮৫৪ প্রতাপ সিং
  • ১৮৫৪ - নভেম্বর ১৮৬৭ জগৎ সিং
  • ১৮৬৭ - ১৮৯৫ বিশ্বনাথ সিং

মহারাজা[সম্পাদনা]

  • ১৮৯৫ - ৪ এপ্রিল ১৯৩২ বিশ্বনাথ সিং
  • ৫ এপ্রিল ১৯৩২ - ১৫ আগস্ট ১৯৪৭ ভবানী সিং[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Princely States of India A-J
  2. http://www.indianrajputs.com/view/chhatarpur
  3. https://chhatarpur.nic.in/en/history/
  4. "Indian Princely States before 1947 A-J"www.worldstatesmen.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২০ 
  5. "Indian states before 1947 A-J"। Rulers.org। সংগ্রহের তারিখ ২০১৪-০১-০৩