চৌম্বক পর্বত

স্থানাঙ্ক: ৩৪°১০′১৬″ উত্তর ৭৭°২১′০৯″ পূর্ব / ৩৪.১৭১০° উত্তর ৭৭.৩৫২৫° পূর্ব / 34.1710; 77.3525
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চৌম্বক পর্বত, লাদাখ, ভারত
চৌম্বক পর্বতের কাছে একটি সাইনবোর্ড, লাদাখ, ভারত।

চৌম্বক পর্বত হল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে লেহর কাছে অবস্থিত একটি অভিকর্ষ পর্বত[১] এই অঞ্চল ও তার আশেপাশের ঢালগুলির বিন্যাস এমন একটি দৃষ্টি বিভ্রম সৃষ্টি করে, যাতে মনে হয় পর্বতের উতরাই পথটি আসলে চড়াই পথ। পর্বতে বস্তু বা গাড়িগুলি যখন প্রকৃতপক্ষে নিচের দিকে নামে তখন আভিকার্ষিক দ্বন্দ্বের ফলে মনে হয় সেগুলি যেন উপরের দিকে উঠে যাচ্ছে।[২]

ভারতের গুজরাত রাজ্যে এই ধরনের আরও দু'টি অভিকর্ষ পর্বত রয়েছে: একটি ভূজের নিকটবর্তী (কালো ডঙ্গর) ও অপরটি তুলসীশ্যামের নিকটবর্তী।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Magnetic Hill Leh, Jammu & Kashmir"। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৬ 
  2. "NOTHING MAGNETIC ABOUT MAGNETIC HILL"। ৩১ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৬