চৌধুরী হুসেইন ইলাহী
চৌধুরী হুসেইন ইলাহী | |
|---|---|
| পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | |
| নির্বাচনী এলাকা | এনএ-৬৩ (গুজরাট-২) |
| কাজের মেয়াদ ১৩ আগস্ট ২০১৮ – ১০ আগস্ট ২০২৩ | |
| নির্বাচনী এলাকা | এনএ-৬৮ (গুজরাট-১) |
| ব্যক্তিগত বিবরণ | |
| জাতীয়তা | Pakistani |
| রাজনৈতিক দল | পিএমএল(কিউ) (২০২২ সাল পর্যন্ত; ২০২৩-বর্তমান) |
| অন্যান্য রাজনৈতিক দল | পিটিআই (২০২২-২০২৩) |
| পিতা | চৌধুরী ওয়াজাহাত হুসেইন[১] |
| আত্মীয়স্বজন | |
| শিক্ষা | নর্থইস্টার্ন ইউনিভার্সিটি |
চৌধুরী হুসেইন ইলাহী (উর্দু: چوہدری حسین الہی) একজন পাকিস্তানি রাজনীতিবিদ, যিনি ফেব্রুয়ারি ২০২৪ সাল থেকে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি আগস্ট ২০১৮ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত একই পদে ছিলেন। তিনি পাকিস্তানের সাবেক ফেডারেল মন্ত্রী চৌধুরী ওয়াজাহাত হুসেইনের জ্যেষ্ঠ পুত্র এবং বর্তমানে পাকিস্তান মুসলিম লীগ (কিউ) – পিএমএল-কিউ-এর সদস্য।[২]
শিক্ষা
[সম্পাদনা]চৌধুরী হুসেইন ইলাহী নর্থইস্টার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং ২০১৪ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]চৌধুরী হুসেইন ইলাহী ২০১৮ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিএমএল-কিউ প্রার্থী হিসেবে এনএ-৬৮ (গুজরাট-১) আসন থেকে জাতীয় পরিষদে নির্বাচিত হন।
২০২২ সালের ১০ জুন তিনি পিএমএল-কিউ থেকে নিজের পদত্যাগের ঘোষণা দেন।[৩]
২০২৩ সালের ২৪ মে তিনি পিটিআই থেকে পদত্যাগ করে লন্ডনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুনরায় পিএমএল-কিউ-তে যোগ দেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Butt, Waseem Ashraf (২১ জুন ২০১৮)। "Wajahat launches his son in poll politics by fielding him in NA-68"। DAWN.COM। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৮।
- ↑ Butt, Waseem Ashraf (২১ জুন ২০১৮)। "Wajahat launches his son in poll politics by fielding him in NA-68"। DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৫।
- ↑ "Hussain Elahi announces to leave PML-Q"। ৮ জুন ২০২২।
- ↑ "Ch Wajahat's son Hussain Elahi quits PTI, rejoins PML-Q"। Dunya News (ইংরেজি ভাষায়)। ২৪ মে ২০২৩। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৩।