চেরামান পেরুমল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চেরাস এর রাজা
এর রীতি
উদ্ধৃতিকরণের রীতিচেরামান পেরুমল

চেরামান পেরুমল (ইংরেজি: Cheraman Perumal; তামিল: சேரமான் பெருமாள்) হল দক্ষিণ ভারতের চেরা রাজবংশের শাসকদের রাজ-উপাধি।[১] তিনি পাক-ভারত উপমহাদেশের সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তিI[২][পৃষ্ঠা নম্বর প্রয়োজন] তিনি একজন সাহাবা, যিনি ভারত থেকে গিয়ে মুহাম্মাদ সা. এর কাছে ১৭ দিন অবস্থান করেন।[তথ্যসূত্র প্রয়োজন]

শেষ চেরামান পেরুমলের নিরুদ্দেশ হয়ে যাওয়া নিয়ে প্রচলিত উপকথা[সম্পাদনা]

শেষ চেরামন পেরুমলের নিরুদ্দেশ হয়ে যাওয়া নিয়ে অনেক উপকথা প্রচলিত থাকলেও অধিকাংশেরই নির্ভরযোগ্য তথ্যসূত্র নেই।

এসবের মাঝে অন্যতম হল চেরামনের মক্কায় গিয়ে নবী মুহাম্মদের কাছে মুসলমান হওয়ার ঘটনা, যে সম্পর্কে সাহাবী আবু সাঈদ খুদরী থেকে প্রাপ্ত একটি হাদীস রয়েছে। [তথ্যসূত্র প্রয়োজন] তিনি এক পুর্নিমা রাতে চন্দ্র দিখন্ডিত হতে দেখেন।[তথ্যসূত্র প্রয়োজন] পরে কেরালায় আগত আরব বনিকদের থেকে নবী মুহাম্মদ ও তার চন্দ্র দিখন্ডিত করার মুজিযার কথা যানতে পেরে তিনি মুহাম্মদকে দেখতে উদগ্রীব হয়ে ওঠেন। [তথ্যসূত্র প্রয়োজন] অবশেষে নিজ রাজ্য ভাগ করে দিয়ে তিনি মক্কায় চলে যান। [তথ্যসূত্র প্রয়োজন] আবু সাঈদ খুদরীর বর্ণনায়, তিনি নবী মুহাম্মদকে দক্ষিণ ভারতের বিখ্যাত আদার আচার উপহার দেন।[তথ্যসূত্র প্রয়োজন] ভারতীয় এক বাদশাহ কর্তৃক তৈরি সেই আচার সংক্রান্ত একটি হাদিস রয়েছে, যা প্রখ্যাত সাহাবী আবু খুদরী (রা) হতে বর্ণিত এবং হাদিসটি হাকিম (রা) তার "মুস্তাদরাক" নামক কিতাবে সংকলন করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন] চেরামান পেরুমল হযরত আবু বকর সিদ্দিক (রা) এবং আরও অনেক প্রখ্যাত সাহাবার উপস্থিতিতে হযরত মুহাম্মদ (সা) এর নিকট ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নবী তার নাম রাখেন তাজউদ্দিন।[তথ্যসূত্র প্রয়োজন] সতোরো দিন তিনি নবী মুহাম্মদের সাথে থাকেন।[৩][volume & issue needed][পৃষ্ঠা নম্বর প্রয়োজন]তিনি সাহাবী মালিক বিন দীনার-এর বোন রাজিয়াকে বিবাহ করেন।[তথ্যসূত্র প্রয়োজন] এরপর মালিক বিন দিনারকে সাথে নিয়ে মাতৃভূমিতে ফেরার পথে ওমানে মৃত্যুবরণ করেন এবং সেখানেই সমাহিত হন।[তথ্যসূত্র প্রয়োজন] মৃত্যুর পূর্বে তিনি মালিক দীনারের কাছে তার জন্মভূমিতে একটি মসজিদ স্থাপন করার ইচ্ছা ব্যক্ত করেন। [তথ্যসূত্র প্রয়োজন] সে অনুযায়ী তাবেঈ মালিক দীনার ভারতে এসে চেরমন রাজার জন্মভূমি কেরালার মেথেলায় ভারতের প্রথম জামে মসজিদ, চেরামন জুম্মা মসজিদ নির্মাণ করেন। [৪][ভাল উৎস প্রয়োজন] ১৫০৪ সালে পর্তুগিজদের আক্রমণের ফলে মসজিদটি ভেঙ্গে যায়, পরে সেটিকে পুনর্নির্মাণ করা হয়।[৫] মালিক দীনার মারা যান ৭৪৪-৭৪৮ খৃস্টাব্দের কোন এক সময়ে। [৬]

ঐতিহাসিক গবেষণায় এই গল্প কাল্পনিক বলে প্রমাণিত হয়েছে।[৭]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The title has sometimes mistakenly been taken to refer exclusively to some kings of the dynasty, particularly Rama Varma Kulashekhara and Rajashekhara Varman, but Hermann Gundert has observed that the title "Cheraman" is simply the name of the dynasty of Chera. Menon, T. Madhava (trans.), Kerala Pazhama: Gundert's Antiquity of Kerala.
  2. বই:রাসূলের সা. বাণীতে হিন্দুস্তান; লেখক: মোঃ জিল্লুর রহমান হাশেমী; প্রকাশনী : আহসান পাবলিকেশন;
  3. আল তাবারী রচিত নবী এর জীবনী
  4. "Cheraman Juma Masjid: A 1,000-year-old lamp burns in this mosque"Times of India। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৫ 
  5. Shokoohy, Mehrdad. Muslim Architecture of South India: The Sultanate of Ma'bar and the Traditions of the Maritime Settlers on the Malabar and Coromandel Coasts (Tamil Nadu, Kerala and Goa). RoutledgeCurzon, 2003. pp 139-42.
  6. Al-Hujwiri। Kashf al-Mahjoob। পৃষ্ঠা 89। 
  7. Prange 2018, পৃ. 94–5, 100।

উৎস[সম্পাদনা]