বিষয়বস্তুতে চলুন

চেম্বাই সঙ্গীতোলসভাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চেম্বাই সঙ্গীতোলসভাম
তারিখসমূহ১২ - ১৫ দিন
অবস্থান (সমূহ)গুরুভায়ুর, কেরল, ভারত
কার্যকাল১৯১০ - বর্তমান
প্রতিষ্ঠাতাচেম্বাই

চেম্বাই সঙ্গীতোলসভাম হল গুরুভায়ুর দেবস্বম কর্তৃক গুরুভায়ুরে অনুষ্ঠিত একটি বার্ষিক কর্ণাটকী সঙ্গীত উৎসব। এটি থিরুভাইয়ারুর ত্যাগরাজা আরাধনার মতো। শ্রীকৃষ্ণ মন্দিরের একাদশী উৎসবের অংশ হিসেবে কেরালার ত্রিশূর জেলার এটি অনুষ্ঠিত হয়।[] উৎসবটি বছরের পর বছর ধরে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে এবং এর সময়কাল শুরুতে তিন দিন থাকলেও এখন তা বেড়ে প্রায় ১২ - ১৫ দিন হয়েছে। গুরুভায়ুর একাদশীর দিন সমস্ত সঙ্গীতজ্ঞ চেম্বাইয়ের পাঁচটি প্রিয় গান এবং ত্যাগরাজার পঞ্চরত্ন কৃতীগুলি সমবেত কণ্ঠে পরিবেশন করেন। এটি অনুষ্ঠিত হয় কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম প্রধান পুরুষ চেম্বাই বৈদ্যনাথ ভাগবতারের স্মরণে। [][] তিনি ভগবান গুরুভায়ুরাপ্পনের একনিষ্ঠ ভক্ত ছিলেন।

ইতিহাস

[সম্পাদনা]

চেম্বাই প্রায় ৬০ বছর ধরে মন্দির শহরে নিজের মতো করে এই উৎসব পরিচালনা করেছিলেন।[][] তিনি ছোট শিশু থেকে শুরু করে তাঁর সময়ের বিখ্যাত সঙ্গীতজ্ঞদের মধ্যে কর্ণাটকী সঙ্গীতে আগ্রহী সবাইকে এই উৎসবে সঙ্গীত পরিবেশন করতে আমন্ত্রণ জানাতেন। সময়ের সাথে সাথে, এই উৎসবের জনপ্রিয়তা তিরুভাইয়ারু ত্যাগরাজা আরাধনার সাথে পাল্লা দিতে থাকে। দ্বিতীয়টি সন্ত ত্যাগরাজার প্রতি শ্রদ্ধা জানানোর অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে স্বীকৃত ছিল। ১৯৭৪ সালে চেম্বাইয়ের মৃত্যুর পর গুরুভায়ুর দেবস্বম বোর্ড এই উৎসবের মালিকানা নেওয়ার সিদ্ধান্ত নেয়, চেম্বাইয়ের স্মৃতিতে এটির নাম পরিবর্তন করে চেম্বাই সঙ্গীতোলসভাম রাখা হয়েছিল।

শুরুতে তিন দিন ধরে অনুষ্ঠিত উৎসবটি বছরের পর বছর ধরে এত জনপ্রিয়তা লাভ করেছে যে এখন এটি দুই সপ্তাহ ধরে অনুষ্ঠিত হয় এবং বহু কর্নাটকী সঙ্গীতজ্ঞ এখানে যোগদান করেন।[]

চেম্বাই সঙ্গীতোলসভাম ২০১৯

প্রতি বছর প্রায় ৩০০০ সঙ্গীতশিল্পী এই উৎসবে অংশগ্রহণ করেন এবং এটি প্রায় ১২ - ১৫ দিন ধরে চলে। গুরুভায়ুর একাদশীর দিনে এই উৎসব সমাপ্ত হয়। সেই দিন সমস্ত সঙ্গীতজ্ঞ চেম্বাইয়ের পাঁচটি প্রিয় গান পরিবেশন করেন। [] সেইদিন একটি সমবেত সঙ্গীতানুষ্ঠান হয় এবং তাঁরা চেম্বাইয়ের সবচেয়ে প্রিয় গান 'ভাথাপি গণপতিম' (হংসধ্বনি), 'রক্ষমাম শরণাগতম' (নাট্ট), 'পাবনাগুরু পবনপুরাদেশ্বর' (হংসানন্দী), 'মামাভা সাদাজননী' (কানাড়া) এবং 'করুণা চেইভান এনতু থামাসাম কৃষ্ণ' (যদুকুল কম্বোজি) পরিবেশন করেন। উৎসবের বিশেষত্ব হল দশমীর দিনে বেশ কয়েকজন নেতৃস্থানীয় শিল্পী দ্বারা সন্ত ত্যাগরাজার 'পঞ্চরত্ন কৃতী'-র সমবেত গায়ন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Chembai Sangeetholsavam 2021 - annual music festival at Guruvayur Sreekrishna temple"। ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২২ 
  2. Anima, P. (৩ মে ২০১৩)। "Tunes to higher notes"The Hindu 
  3. www.hindu.com https://web.archive.org/web/20071221203400/http://www.hindu.com/2007/07/01/stories/2007070154950400.htm। ২১ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২  অজানা প্যারামিটার |tit le= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  4. "Archived copy"www.hindu.com। ২৯ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২২ 
  5. "Archived copy"ibnlive.in.com। ২৯ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২২ 
  6. "Chembai Sangeetholsavam"। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২২ 
  7. "Archived copy"www.hindu.com। ৩ সেপ্টেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২ 

টেমপ্লেট:Tourist attractions in Thrissur