চু ওয়েনচুন
অবয়ব
চু ওয়েনচুন 居文君 | |
---|---|
দেশ | চীন |
জন্ম | ৩১ জানুয়ারি ১৯৯১ সাংহাই, চীন |
খেতাব | গ্র্যান্ডমাস্টার (২০১৪) |
বিশ্ব মহিলা চ্যাম্পিয়ন | ২০১৮–অদ্যাবধি |
ফিদে রেটিং | ২৫৬৬ (জুলাই ২০২৪) |
সর্বোচ্চ রেটিং | ২৬০৪ (মার্চ ২০১৭) |
চু ওয়েনচুন (চীনা: 居文君; ফিনিন: Jū Wénjūn; জন্ম ৩১শে জানুয়ারি, ১৯৯১)[১] একজন চীনা গ্র্যান্ডমাস্টার দাবাড়ু। তিনি বর্তমানে নারীদের দাবায় বিশ্বের শ্রেষ্ঠ দাবাড়ু। তিনি ২০১৭ সালের মার্চ মাসে ইতিহাসের পঞ্চম নারী হিসেবে ইলো রেটিংয়ে ২৬০০ সাফল্যাংক অর্জন করেন।[২] তিনি পরপর চারবার নারীদের বিশ্ব দাবা শিরোপা জয় করেছেন। প্রথমবার তিনি ২০১৮ সালের বিশ্ব দাবা প্রতিযোগিতায় থান চুংই-কে পরাজিত করে শিরোপা জয় করেন। এরপর তিনি ২০১৮ সালের নভেম্বর মাসে কাতেরিনা লাগনো-র বিপক্ষে, ২০২০ সালে আলেকসান্দ্রা গোরিয়াচকিনা-র বিরুদ্ধে এবং ২০২৩ সালে লেই থিংচিয়ে-র বিরুদ্ধে মোট তিনবার তাঁর শ্রেষ্ঠত্ব রক্ষা করেন।[৩]