বিষয়বস্তুতে চলুন

চীন জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চীন অনূর্ধ্ব-২০
দলের লোগো
ডাকনামড্রাগনের দল
অ্যাসোসিয়েশনচীনা ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
সাব–কনফেডারেশনপূর্ব এশীয় ফুটবল ফেডারেশন
প্রধান কোচআন্তোনিও পুচে
অধিনায়কচু ছেনচিয়ে
মাঠবিভিন্ন
ফিফা কোডCHN
ওয়েবসাইটwww.thecfa.cn
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ
অংশগ্রহণ১৮ (১৯৭৫-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৮৫)
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
অংশগ্রহণ৫ (১৯৮৩-এ প্রথম)
সেরা সাফল্যকোয়ার্টার-ফাইনাল (১৯৮৫)

চীন জাতীয় অনূর্ধ্ব-২০ ফুটবল দল (যা সংক্ষেপে চীন অনূর্ধ্ব-২০ নামে পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে চীনের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২০ দল, যার সকল কার্যক্রম চীনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা চীনা ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[][]

ড্রাগনের দল নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত। বর্তমানে এই দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন স্পেনীয় সাবেক ফুটবল খেলোয়াড় আন্তোনিও পুচে এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন সানহাই শেনহুয়ার রক্ষণভাগের খেলোয়াড় চু ছেনচিয়ে[][]

চীন অনূর্ধ্ব-২০ এপর্যন্ত ৫ বার ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৮৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা সোভিয়েত ইউনিয়ন অনূর্ধ্ব-২০ দলের কাছে ০–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের ইতিহাসে চীন অনূর্ধ্ব-১৭ অন্যতম সেরা দল, যেখানে দলটি এপর্যন্ত ১৮ বার অংশগ্রহণ করে একটি শিরোপা জয়লাভ করেছে। ঝাং জিউওয়েই, কু বো, ঝাং জিঝে, ঝাং ইউনিং এবং গন লেইয়ের মতো খেলোয়াড়গণ চীনের অনূর্ধ্ব-২০ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
তিউনিসিয়া ১৯৭৭ অংশগ্রহণ করেনি
জাপান ১৯৭৯
অস্ট্রেলিয়া ১৯৮১
মেক্সিকো ১৯৮৩ প্রথম পর্ব ১২তম
সোভিয়েত ইউনিয়ন ১৯৮৫ কোয়ার্টার-ফাইনাল ৭ম
চিলি ১৯৮৭ উত্তীর্ণ হয়নি
সৌদি আরব ১৯৮৯
পর্তুগাল ১৯৯১
অস্ট্রেলিয়া ১৯৯৩
কাতার ১৯৯৫
মালয়েশিয়া ১৯৯৭ প্রথম পর্ব ১৮তম
নাইজেরিয়া ১৯৯৯ উত্তীর্ণ হয়নি
আর্জেন্টিনা ২০০১ ১৬ দলের পর্ব ১৫তম
সংযুক্ত আরব আমিরাত ২০০৩ উত্তীর্ণ হয়নি
নেদারল্যান্ডস ২০০৫ ১৬ দলের পর্ব ১০ম ১১
কানাডা ২০০৭ উত্তীর্ণ হয়নি
মিশর ২০০৯
কলম্বিয়া ২০১১
তুরস্ক ২০১৩
নিউজিল্যান্ড ২০১৫
দক্ষিণ কোরিয়া ২০১৭
পোল্যান্ড ২০১৯
আর্জেন্টিনা ২০২৩
মোট কোয়ার্টার-ফাইনাল ৫/২৩ ১৮ ২৫ ২৬

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  2. https://www.worldfootball.net/teams/china-u-20-h-team/
  3. https://int.soccerway.com/teams/china-pr/china-pr-under-20/7104/
  4. https://www.transfermarkt.com/china-u20/startseite/verein/7689

বহিঃসংযোগ

[সম্পাদনা]