চিন্না সীরা
| লেখক | বানু আখুমাদু মারাইকায়ার |
|---|---|
| মূল শিরোনাম | சின்னச் சீறா (তামিল ভাষা) |
| কাজের শিরোনাম | ছোটদের নবীর জীবনচরিত |
| প্রকাশনার স্থান | ভারত |
| ভাষা | তামিল |
| বিষয় | মুহাম্মাদের জীবনী |
| ধরন | নন-ফিকশন |
| মিডিয়া ধরন | মুদ্রিত গ্রন্থ (শক্তমলাট) |
চিন্না সীরা (তামিল: சின்னச் சீறா, আক্ষ. 'ছোট্ট সীরাত') একটি ইসলামি তামিল মহাকাব্য। বানু আখুমাদু মারাইকায়ার নামক তামিল লেখক গ্রন্থটি রচনা করেন।[১] এতে নবী মুহাম্মদের পবিত্র জীবনের পূর্ণ বিবরণ রয়েছে, উমরু পুলভার রচিত সীরা পুরাণমের ধারাবাহিকতায় প্রায় ৩০ বছর পর চিন্না সীরা নামক গ্রন্থটি রচনা করা হয়। গ্রন্থটি তামিল ভাষা ছাড়িয়ে অন্যান্য সংস্কৃতিতেও মহাকাব্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। বইটির উদ্দেশ্য হলো নবীজীর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা ও শিক্ষা সহজ ভাষায় শিশুদের কাছে পৌঁছে দেওয়া। এখানে তাঁর জন্ম, শৈশব, নবুয়ত, এবং ইসলাম প্রচারের বিভিন্ন পর্যায় শিশুদের বোধগম্য ভাষায় বর্ণনা করা হয়েছে। এ ধরনের বই দক্ষিণ ভারতে তামিলভাষী মুসলিম সমাজে শিশুদের প্রাথমিক ইসলামী শিক্ষা দেওয়ার জন্য খুবই জনপ্রিয়।[২]
বিষয়বস্তু
[সম্পাদনা]চিন্না সীরা সীরা পুরাণমের ধারাবাহিকতায় ৩০ অধ্যায়ে ১৮২৩টি পদ নিয়ে গঠিত। এখানে থাকা পদগুলো ভিরুথম ছন্দে রচিত। এই গ্রন্থের পদগুলো নবীর জীবনের শেষ ছয় বছরের ঘটনা বর্ণনা করে। সীরা পুরাণম্-এ উমরু পুলভার যা লেখেননি, সেই অসমাপ্ত অংশটি বানু আখুমাদু মারাইকায়ার এই গ্রন্থে সম্পূর্ণ করেছেন। নবী মুহাম্মদ যেসব নয়জন বিদেশি রাজাকে ইসলামে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়ে পত্র প্রেরণ করেছিলেন, তার বর্ণনা চিন্না সীরা-তে রয়েছে। খায়বার, হুনাইন, তাবুক যুদ্ধ, মক্কা বিজয় এবং এর পর আরব উপদ্বীপের ইসলাম গ্রহণ সম্পর্কেও বানু আখুমাদু মারাইকায়ার এই গ্রন্থে বর্ণনা করেছেন। নবী মুহাম্মদের ইন্তেকালের মধ্য দিয়ে চিন্না সীরা শেষ হয়েছে।[৩]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "சின்ன சீறா | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY"। www.tamilvu.org। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৫।
- ↑ "Tamil Virtual University"। www.tamilvu.org। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৫।
- ↑ "பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/374 - விக்கிமூலம்"। ta.wikisource.org (তামিল ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৫।