চিকনদণ্ডী ইউনিয়ন

স্থানাঙ্ক: ২২°২৫′৫০″ উত্তর ৯১°৪৯′৫২″ পূর্ব / ২২.৪৩০৫৬° উত্তর ৯১.৮৩১১১° পূর্ব / 22.43056; 91.83111
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(চিকনদণ্ডি ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)
চিকনদণ্ডী
ইউনিয়ন
১২নং চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদ
চিকনদণ্ডী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চিকনদণ্ডী
চিকনদণ্ডী
চিকনদণ্ডী বাংলাদেশ-এ অবস্থিত
চিকনদণ্ডী
চিকনদণ্ডী
বাংলাদেশে চিকনদণ্ডী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৫′৫০″ উত্তর ৯১°৪৯′৫২″ পূর্ব / ২২.৪৩০৫৬° উত্তর ৯১.৮৩১১১° পূর্ব / 22.43056; 91.83111 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাহাটহাজারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানহাসানুজ্জামান বাচ্চু
আয়তন
 • মোট১১.১৭ বর্গকিমি (৪.৩১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪৭,৫৭৩
 • জনঘনত্ব৪,৩০০/বর্গকিমি (১১,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৬.৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৩৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

চিকনদণ্ডী বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

চিকনদণ্ডী ইউনিয়নের আয়তন ২,৭৬১ একর (১১.১৭ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চিকনদণ্ডী ইউনিয়নের মোট জনসংখ্যা ৪৭,৫৭৩ জন। এর মধ্যে পুরুষ ২৩,৫৩০ জন এবং মহিলা ২৪,০৪৩ জন। মোট পরিবার ৯,০১২টি।[১]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

হাটহাজারী উপজেলার দক্ষিণাংশে চিকনদণ্ডী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে শিকারপুর ইউনিয়ন, দক্ষিণ মাদার্শা ইউনিয়নউত্তর মাদার্শা ইউনিয়ন; উত্তরে ফতেপুর ইউনিয়ন; পশ্চিমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড এবং দক্ষিণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২নং জালালাবাদ ওয়ার্ড অবস্থিত।[২]

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

চিকনদণ্ডী ইউনিয়ন হাটহাজারী উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হাটহাজারী মডেল থানার আওতাধীন। ১৯৭৪ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মতে চিকনদণ্ডী ইউনিয়ন নেহালপুর, চিকনদণ্ডী ও খন্দকিয়া এ ৩টি মৌজা নিয়েই গঠিত।[২] এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]

  • নেহালপুর
  • ফতেয়াবাদ
  • চিকনদণ্ডী
  • খন্দকিয়া

ইতিহাস ও নামকরণ[সম্পাদনা]

এ ইউনিয়নের কবি শ্রীকর নন্দীর নামের অনুসরণে এর নাম চিকনদণ্ডী হয়েছে বলেই অনেকে মনে করেন। পরাগল খানের পুত্র ছটি খানের আদেশে শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্ব রচনা করেন। শ্রীকর নন্দী নামটি লোকমুখে বিকৃত হতে হতে বর্তমানে চিকনদণ্ডীতে পরিণত হয়েছে। ড. আহমদ শরীফ বলেন, পরাগল খাঁ ১৫১৯ খ্রিস্টাব্দের মধ্যে এবং ছুটি খান ওরফে নশরত খান ১৫৩০ খ্রিস্টাব্দের মধ্যে যথাক্রমে পরাগল ও ছুটিখানী মহাভারত রচনা করেছিলেন। অধ্যাপক শাহেদ আলীর মতে শ্রীকর নন্দীর বাড়ি.......। অপরদিকে সাধনা পত্রিকা ২য় বর্ষ ১৩২৭ বাংলায় উত্তর ফতেয়াবাদ এলাকার নন্দীর হাটের নিকট তাঁর জম্মস্থান বলে উল্লেখ করেছে।[৪]

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চিকনদণ্ডী ইউনিয়নের সাক্ষরতার হার ৬৬.৬%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ৭টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি মাদ্রাসা ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

কলেজ[৫]
মাধ্যমিক বিদ্যালয়
মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর ফতেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খন্দকিয়া ছমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খন্দকিয়া ছালামত আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চিকনদণ্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চিকনদণ্ডী কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চিকনদণ্ডী দরবেশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ ফতেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নন্দীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফতেয়াবাদ আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফতেয়াবাদ মহাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফতেয়াবাদ রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শাহ হোসাইনুজ্জামান কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

চিকনদণ্ডী ইউনিয়নের প্রধান সড়ক চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক। এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল করে। আরও রয়েছে সীতাকুণ্ড-হাটহাজারী সংযোগ সড়ক। আমান বাজার - নেয়ামত আলী সংযোগ সড়ক যা কাপ্তাই যাওয়ার মূল সড়কের সাথে যুক্ত হয়েছে। এছাড়াও এই ইউনিয়নে রয়েছে চট্টগ্রাম-ফতেয়াবাদ রেল যোগাযোগ ব্যবস্থা। ইউনিয়নের অন্যান্য সড়কগুলোতে যোগাযোগের প্রধান মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

চিকনদণ্ডী ইউনিয়নে ৬০টি মসজিদ ও ৩৫টি মন্দির রয়েছে।[২]

খাল ও নদী[সম্পাদনা]

চিকনদণ্ডী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খাগরিয়া ছড়া, ইছামতি খাল এবং খন্দকিয়া খাল।[৬]

হাট-বাজার[সম্পাদনা]

চিকনদণ্ডী ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল আমান বাজার, লালিয়ার হাট, চৌধুরী হাট, যুগীর হাট এবং নন্দীর হাট।[৭]

দর্শনীয় স্থান[সম্পাদনা]

চিকনদণ্ডী ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৮]

  • সুলতান নশরত শাহ দীঘি (প্রকাশ বড় দীঘি) –– বড় দীঘির পাড়ে অবস্থিত। নিউ মার্কেট থেকে লোকাল বাস যোগে বড় দিঘীর পাড় নেমে হেঁটে যাওয়া যায়।
  • বি আর টি এ –– নতুন পাড়ায় অবস্থিত। নিউ মার্কেট থেকে লোকাল বাস যোগে নতুন পাড়া নেমে হেঁটে যাওয়া যায়।
  • খন্দকিয়ার মাঠ –– আমানবাজারের নিকটে অবস্থিত। নিউ মার্কেট থেকে লোকাল বাস যোগে আমান বাজার নেমে হেঁটে বা রিক্সা যোগে যাওয়া যায়।
  • রজনী কান্ত পাল বাড়ি জমিদার বাড়ি –– চিকনদণ্ডীতে অবস্থিত।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]

চিকনদণ্ডী ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[৯]

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান: হাছানুজ্জামান বাচ্চু[১০]
চেয়ারম্যানগণের তালিকা[১১]
ক্রম নং চেয়ারম্যানের নাম মেয়াদকাল
০১ আমানত আলী খাঁ ১৯৩০-১৯৩৬
০২ আহমদ মিয়া ১৯৩৬-১৯৪০
০৩ নুর আহমদ চৌধুরী ১৯৪০-১৯৪৩
০৪ ছালামত আলী খাঁন ১৯৪৩-১৯৬৭
০৫ জালাল আহমদ ১৯৬৭-১৯৭১
০৬ মাহবুব উল আলম চৌধুরী ১৯৭১-১৯৮৩
০৭ এম হারুন-অর-রশীদ চৌধুরী ১৯৮৪-১৯৮৮
০৮ শাহ আলম ১৯৮৮-১৯৯২
০৯ এম হারুন-অর-রশীদ চৌধুরী ১৯৯২-১৯৯৮
১০ মোহাম্মদ ইকবাল ১৯৯৮-২০০৩
১১ মোহাম্মদ লিয়াকত আলী ২০০৩-২০১১
১২ মোহাম্মদ সেলিম ২০১১-২০১৬
১৩ হাছানুজ্জামান বাচ্চু ২০১৬-বর্তমান

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "এক নজরে ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন - চিকনদন্ডী ইউনিয়ন - চিকনদন্ডী ইউনিয়ন"chikandandiup.chittagong.gov.bd। ৩১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭ 
  3. "গ্রাম ভিত্তিক লোক সংখ্যা - চিকনদন্ডী ইউনিয়ন - চিকনদন্ডী ইউনিয়ন"chikandandiup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭ 
  4. "চিকনদণ্ডী ইউনিয়নের ইতিহাস - চিকনদন্ডী ইউনিয়ন - চিকনদন্ডী ইউনিয়ন"chikandandiup.chittagong.gov.bd। ১৮ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭ 
  5. "কলেজ - চিকনদন্ডী ইউনিয়ন - চিকনদন্ডী ইউনিয়ন"chikandandiup.chittagong.gov.bd 
  6. "খাল ও নদী - চিকনদন্ডী ইউনিয়ন - চিকনদন্ডী ইউনিয়ন"chikandandiup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭ 
  7. "হাট বাজারের তালিকা - চিকনদন্ডী ইউনিয়ন - চিকনদন্ডী ইউনিয়ন"chikandandiup.chittagong.gov.bd 
  8. "দর্শনীয়স্থান - চিকনদন্ডী ইউনিয়ন - চিকনদন্ডী ইউনিয়ন"chikandandiup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭ 
  9. "প্রখ্যাত ব্যক্তি নাম - চিকনদন্ডী ইউনিয়ন - চিকনদন্ডী ইউনিয়ন"chikandandiup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭ 
  10. "- চিকনদন্ডী ইউনিয়ন - চিকনদন্ডী ইউনিয়ন"chikandandiup.chittagong.gov.bd 
  11. "সম্মানিত পূর্বতন চেয়ারম্যান বৃন্দ - চিকনদন্ডী ইউনিয়ন - চিকনদন্ডী ইউনিয়ন"chikandandiup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]