উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চালা শিল্পরীতির বাংলার সমাজজীবনের প্রতিফলন দেখা যায়। এটি খড়ের চালা দাওয়া মাটির ঘরের আদলে তৈরী। এই শিল্পরীতির প্রধান বৈশিষ্ট চলার বাঁকানো শীর্ষ ও কার্নিশ।[১]
এটিও কয়েকটি ভাগে বিভক্ত।[২] [৩]
দোচালা
জোড় বাংলা
চার চালা
আট চালা
চন্দননগরের নন্দ দুলাল মন্দির্,
দোচালা
সামনে ও পিছনে দুটি ঢাল যুক্ত চাল তৈরী করে এই শিল্পরীতির মন্দির গুলি তৈরী হয়েছিল। চন্দননগরে নন্দদুলাল এই ধরনের শিল্পরীতিতে তৈরী।
মন্দিরের কাঠামোকে আরোও শক্তিশালী করার জন্য পাশাপাশি দুটি দোচালা মন্দির জোড়া থাকলে তাকে জোড় বাংলা স্থাপত্য বলা হয়। নদিয়ার বীরনগরে এই ধরনের একটি মন্দির আছে।
দোচালার মতনই যদি দুটি চালার পরিবর্তে চারটি চালা ব্যবহার করা হয় তখন তাকে চার চালা স্থাপত্য বলা হয়। এটি খুব পরিচিত ও বেশি তৈরী হওয়া মন্দির শিল্পরীতি। দিগনগরে এই ধরনের চারচালা মন্দির আছে।
চালা ধরনের স্থাপত্যের বিখ্যাত একটি রূপ হলো আটচালা শিল্পরীতি। চার চালা স্থাপত্যের উপরেই আরও একটি চার চালা স্থাপত্য তৈরী করাকে আটচালা স্থাপত্য বলা হয়। নদিয়ার কল্যাণীর রথতলায় এই ধরনের একটি মন্দির আছে।
↑ রায়, প্রণব (২৭ জানুয়ারী ১৯৯৯)। বাংলার মন্দির । তমলুক: পুর্বাদ্রী প্রকাশক।
↑ "Sthapatya" (ইংরেজি ভাষায়)। ২০১৭-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১২ ।
↑ "Terracotta Temples of Bengal" । Amit Guha (ইংরেজি ভাষায়)। ২০১৭-১১-১৫। ২০১৮-০৯-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-১১ ।
চালা
দোচালা
নন্দদুলাল মন্দির, চন্দননগর
জোড় বাংলা
রত্ন সহ
কেষ্ট-রাই মন্দির, বিষ্ণুপুর
রত্ন ছাড়া
রাধাকৃষ্ণ মন্দির, উলা, নদিয়া
কৃষ্ণরায় জিউ মন্দির, তেহট্ট, নদিয়া
চারচালা
দালানের উপর দালান ছাড়া
পাল শিব মন্দির, পালপাড়া
চিন্ময়ী ও সিদ্ধেশ্বরী কালীমন্দির, রানাঘাট, নদিয়া (ধংসপ্রাপ্ত)
রাঘবেশ্বর শিবমন্দির, দিগনগর, নদিয়া
শিবমন্দির ও বুড়িমার মন্দির, বহিরগাছি, নদিয়া
আটচালা
দ্বাদশ শিব মন্দির, নবদ্বীপ
কৃষ্ণরাই মন্দির,কল্যানী, নদিয়া
জোড়া শিব মন্দির, রানাঘাট
চাচঁড়া শিব মন্দির
রাম রঘুবীরের মন্দির, পাত্রসায়র, বাঁকুড়া
শিব মন্দির, বালসি, পাত্রসায়র, বাঁকুড়া
কালীঘাট মন্দির
নব কৈলাশ মন্দির
তারা মন্দির, তারাপীঠ
বারোচালা
শিবের বারোচালা, ইলছোবা, পান্ডুয়া, হুগলি
রত্ন
একরত্ন
বাশবেরিয়ার অনন্ত বাসুদেব
কালাচাঁদের একরত্ন, বিষ্ণুপুর, বাঁকুড়া
রাধাশ্যামের একরত্ন, বিষ্ণুপুর, বাঁকুড়া
পঞ্চরত্ন
একতল
বাগনানের চৈতন্য বাটির শিব মন্দির
দ্বিতল অন্নপূর্ণা মন্দির, সোনাডাঙ্গা, নদিয়া
নবরত্ন এগারো-রত্ন তেরোরত্ন
শিব মন্দির, ওঝাপাড়া, ময়রাপাড়া, বীরভুম
নারায়ণ মন্দির, সেরান্ডি, বোলপুর, বীরভুম
সতেরো রত্ন একুশ রত্ন পঁচিশ রত্ন
দালান
দুর্গাদালান
বাড়ির লাগোয়া
গোপিনাথ মন্দির, ধর্মদা, নদিয়া
বিল্বেশ্বরী মন্দির, বিল্ব্গ্রাম, নদিয়া
মদনমোহন মন্দির, বিল্ব্গ্রাম, নদিয়া
বাড়ির সাথে যুক্ত
যুগলকিশোর মন্দির, আড়ংঘাটা, নদিয়া
সর্বমঙ্গলা মন্দির, মুড়াগাছা, নদিয়া (শিব মন্দির সংযুক্ত)
চাঁদনী
ছোট চাঁদনী
দামোদরজীর চাঁদনী, খালনা, আমতা, হাওড়া
শ্রীধরলালজীর মন্দির, বদনগঞ্জ, গোঘাট, হুগলি
দ্বিতল চাঁদনী
রধামহনের মন্দির, লালগড়, মেদিনীপুর
মঞ্চ
রাস মঞ্চ
চৌকো অষ্টভুজ দ্বাদশ কোনাকৃতি
গোপিনাথ মন্দির, মুড়াগাছা, নাদিয়া
দোল মঞ্চ
তুলসি মঞ্চ
দে'দের পঞ্চরত্ন তুলসী মঞ্চ। গম্ভীর নগর, ঘাটাল, মেদিনীপুর
বিষ্ণুপুর
পাথরা
মঠ
চার ভুজ বিশিষ্ট আট ভুজ বিশিষ্ট বারো ভুজ বিশিষ্ট
দেউল
পীরা দেউল বেগুনিয়া রেখা দেউল
পাল ও সেন যুগের
বহুলারার সিদ্ধেশ্বরী মন্দির, বাঁকুড়া
রেখা দেউল, সনাতপাল
সিদ্ধেশ্বরী মন্দির, বরাকর
ষোড়শ শতকের পরে
মিশ্র রীতি নিজস্ব