চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি (চলচ্চিত্র)
চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | টিম বার্টন |
প্রযোজক | |
চিত্রনাট্যকার | জন অগস্ট |
উৎস | রুয়াল দাল কর্তৃক চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি |
শ্রেষ্ঠাংশে | |
বর্ণনাকারী | জিওফ্রে হোল্ডার |
সুরকার | ড্যানি এলফম্যান |
চিত্রগ্রাহক | ফিলিপ্পে রাসেলট |
সম্পাদক | ক্রিস ল্যাবেনজন |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১১৫ মিনিট[১] |
দেশ | অস্ট্রেলিয়া[৩] |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | ১৫ কোটি মার্কিন ডলার[৪] |
আয় | ৪৭.৫ কোটি মার্কিন ডলার[৫] |
চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি (ইংরেজি: Charlie and the Chocolate Factory; অনুবাদ: চার্লি ও চকলেট কারখানা) হল ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি সাংগীতিক ফ্যান্টাসি চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেন টিম বার্টন। রুয়াল দালের লেখা ও ১৯৬৪ সালে প্রকাশিত একই নামের একটি ব্রিটিশ উপন্যাস অবলম্বনে এই ছবির চিত্রনাট্য রচনা করেন জন অগস্ট। ছবিতে উইলি ওয়াংকার চরিত্রে অভিনয় করেন জনি ডেপ এবং চার্লি বাকেটের চরিত্রে রূপ দেন ফ্রেডি হাইমোর। অন্যান্য চরিত্রে অভিনয় করেন ডেভিড কেলি, হেলেনা বনহ্যাম কার্টার, নোয়া টেলর, মিসি পাইল, জেমস ফক্স, দীপ রায় ও ক্রিস্টোফার লি। ছবিতে দেখা যায়, কেন্দ্রীয় চরিত্র চার্লি অন্য চারটি ছেলেমেয়ের সঙ্গে একটি প্রতিযোগিতায় জয়ী হয় এবং উইলি ওয়াংকা তাদের নিজের চকলেট কারখানা ঘুরিয়ে দেখাতে নিয়ে যান।
কাহিনীসংক্ষেপ[সম্পাদনা]
কুশীলব[সম্পাদনা]
- জনি ডেপ - উইলি অঙ্কা
- ব্লেয়ার ডানলপ - তরুণ উইলি অঙ্কা
- ফ্রেডি হাইমুর - চার্লি বাকেট
- ডেভিড কেলি - জো
- হেলেনা বোনহ্যাম কার্টার - মিসেস বাকেট
- নোয়াহ টেইলর - মিস্টার বাকেট
- মিসি পাইল - মিসেস বওরুগার্ড
- জেমস ফক্স - মিস্টার সল্ট
- অ্যাডাম গোল্ডলে - মিস্টার টিইভি
- ফ্রেন্জিসকা ট্রোয়েগনার - মিসেস গ্লুপ
- ক্রিস্টোফার লি - ডক্টর উইলবার অঙ্কা
- ডিপ রয় - ড্যানি এল্ফম্যান - ওম্পালোম্পা
- অ্যানাসোফিয়া রব - ভায়োলেট বওরুগার্ড
- ফিলিফ উইগ্রার্টজ - অগাস্টাস গ্লুপ
- জুলিয়া উইন্টার - ভেরুকা সল্ট
- জর্ডান ফ্রাই - মাইক টিইভি
- লিজ স্মিথ - জর্জিনা
- আইলিন এসেল - জোসেপাইন
- ডেভিড মরিস - জর্জ
- জুওফ্রি হোল্ডার - ধারাভাষ্যকার
মুক্তি[সম্পাদনা]
চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরির উদ্বধনী প্রদর্শন হয় ২০০৫ সালের ১০ জুলাই গ্রমেন'স চাইনিজ থিয়েটারে, যেখানে মেইক-এ-উইশ ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছিল।[৬] চলচ্চিত্রটি ২০০৫ সালের ১৫ই জুলাই যুক্তরাষ্ট্রের ৩,৭৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছিল[৭] (আইএমএক্স প্রেক্ষাগৃহসহ)।[৮]
বিপণন[সম্পাদনা]
২০০০ সালের ফেব্রুয়ারিতে চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি উন্নয়নের শুরুর দিকে ওয়ার্নার ব্রোস. ব্রডওয়ে থিয়েটারের সাথে মুক্তির পর চলচ্চিত্রটির বিপণনে তাদের আগ্রহের কথা ঘোষণা করে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "'চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি (পিজি)"। ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন। ২৩ জুন ২০০৫। সংগ্রহের তারিখ ৯ অগস্ট
২০১৫। line feed character in
|সংগ্রহের-তারিখ=
at position 31 (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন:|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "লুমিয়ার: ফিল্ম: চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি"।
- ↑ চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি (২০০৫) | বিএফআই
- ↑ ক্রিস ন্যাশাওয়াটি (৮ জুলাই ২০০৫)। "কভার স্টোরি: দ্য ট্রুথ অ্যাবাউট 'চার্লি'" [প্রচ্ছদ কাহিনি: ‘চার্লি’র সত্য]। এন্টারটেইনমেন্ট উইকলি। সংগ্রহের তারিখ ১১ জুন ২০০৯।
- ↑ "চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি (২০০৫)"। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১১।
- ↑ Campbell Robertson (জুলাই ১২, ২০০৫)। "Premieres to Avoid: Charlie and the Tripe Factory"। The New York Times।
- ↑ "Charlie and the Chocolate Factory"। Box Office Mojo। সংগ্রহের তারিখ জুন ১১, ২০০৯।
- ↑ Tamsen Tillson (ডিসেম্বর ১৬, ২০০৪)। "'Wonka' pic blown up"। Variety। সংগ্রহের তারিখ জুন ১০, ২০০৯।