চার্লস হাইম
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | চার্লস ফ্রেডরিক উইলিয়াম হাইম | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ২৪ অক্টোবর, ১৮৬০ বারমুদা | |||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ৬ ডিসেম্বর, ১৯৪০ পিটারমারিৎজবার্গ, নাটাল, দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
একমাত্র টেস্ট (ক্যাপ ২৬) | ১৩ ফেব্রুয়ারি ১৮৯৬ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২ নভেম্বর ২০১৯ |
চার্লস ফ্রেডরিক উইলিয়াম হাইম (ইংরেজি: Charles Hime; জন্ম: ২৪ অক্টোবর, ১৮৬০ - মৃত্যু: ৬ ডিসেম্বর, ১৯৪০) বারমুদায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।[১][২][৩] দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৯৬ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নাটাল দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে কার্যকরী ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন চার্লস হাইম।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
[সম্পাদনা]১৮৮৯-৯০ মৌসুম থেকে ১৯০৫-০৬ মৌসুম পর্যন্ত চার্লস হাইমের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। বিশ্বস্ত ব্যাটসম্যান হিসেবে সুনাম কুড়িয়েছেন। পাশাপাশি মিডিয়াম পেস বোলিংয়েও যথেষ্ট কৃতিত্বের পরিচয় দেন। মাত্র ১৯ বছর বয়সে পিটারমারিৎজবার্গ দ্বাবিংশতিতম দলের সদস্যরূপে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় সফররত ইংরেজ একাদশের বিপক্ষে ৬/৪০ পান। জানুয়ারি, ১৮৯৬ সালে লর্ড হকের ইংরেজ দলের বিপক্ষে ব্যাট হাতে নিয়ে ৬২ রানের ইনিংস খেলেন। তন্মধ্যে, দ্বিতীয় উইকেটে আরএম পুরের সাথে ১৮৪ রান করেন। পুর ১১২ রান করেছিলেন। ফলশ্রুতিতে, পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্যে তিনি মনোনীত হন।
আন্তর্জাতিক ক্রিকেট
[সম্পাদনা]সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন চার্লস হাইম। ১৩ ফেব্রুয়ারি, ১৮৯৬ তারিখে পোর্ট এলিজাবেথে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত ঐ টেস্টে ০ ও ৮ রান করেন। এছাড়াও, বল আতে ১/৩১ লাভ করেন। এরপরের দুই টেস্ট খেলার জন্যে তাকে দলে রাখা হয়নি।
জানুয়ারি, ১৯০৬ সাল পর্যন্ত নাটাল দলের পক্ষে খেলতে নামেন। এ পর্যায়ে দলের অধিনায়ক হিসেবে পিএফ ওয়ার্নারের নেতৃত্বাধীন এমসিসি দলের বিপক্ষে খেলেন। প্রথম ইনিংসে ৫/১৮ পান। আকর্ষণীয় ঐ খেলাটিতে সফরকারী দল চার উইকেটে জয় পেয়েছিল।
৬ ডিসেম্বর, ১৯৪০ তারিখে ৭১ বছর বয়সে নাটালের পিটারমারিৎজবার্গ এলাকায় চার্লস হাইমের দেহাবসান ঘটে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "South Africa – Players by Test cap"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- ↑ "South Africa – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- ↑ "South Africa – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
আরও দেখুন
[সম্পাদনা]- ফ্রেডরিক কুক
- আর্থার এডওয়ার্ড অশি
- বোল্যান্ড ক্রিকেট দল
- এক টেস্টের বিস্ময়কারী
- দক্ষিণ আফ্রিকান টেস্ট ক্রিকেটারদের তালিকা
- টেস্ট বহির্ভূত দেশে জন্মগ্রহণকারী টেস্ট ক্রিকেটারদের তালিকা
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে চার্লস হাইম (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে চার্লস হাইম (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)