বিষয়বস্তুতে চলুন

চার্লস ফ্রান্সিস রিখটার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চার্লস ফ্রান্সিস রিখটার
চার্লস রিখটার, c. ১৯৭০
জন্ম(১৯০০-০৪-২৬)২৬ এপ্রিল ১৯০০
মৃত্যুসেপ্টেম্বর ৩০, ১৯৮৫(1985-09-30) (বয়স ৮৫)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি
পরিচিতির কারণরিখটার ম্যাগনিটিউড স্কেল
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রSeismology
প্রতিষ্ঠানসমূহক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি

চার্লস ফ্রান্সিস রিখটার একজন মার্কিন ভূকম্পনবিদ এবং পদার্থবিজ্ঞানী। তিনি খ্যাতি লাভ করেন রিখটার ম্যাগনিটিউড স্কেলের আবিষ্কারক হিসেবে।

জীবনী

[সম্পাদনা]

রিখটার ১৯০০ সালের ২৬ এপ্রিল ওহাইওর ওভারপেকে জন্মগ্রহণ করেন।[] লস অ্যাঞ্জেলস হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট হয়ে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ ভর্তি হন এবং এখান থেকে ১৯২০ সালে উপস্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯২৭ সালে রবার্ট মিলিকান এর গবেষণা সহযোগী হিসেবে কার্নেগী ইনস্টিটিউট অব ওয়াশিংটন এ যোগদান করেন। ১৯২৮ সালে তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে পিএইচডির কাজ শুরু করেন। এই সময় তিনি ভূকম্পনবিদ্যায় আগ্রহী হয়ে উঠেন। তারপর তিনি প্যাসাডেনায় নতুন সিসমোলজিকাল গবেষণাগারে বেলো গুটেনবার্গের অধীনে কাজ করেন। ১৯৩২ সালে রিখটার এবং গুটেনবার্গ ভূমিকম্প উৎসের আপেক্ষিক আকার পরিমাপ করার জন্য একটি আদর্শ স্কেল উদ্ভাবন করেন। ১৯৩৭ সালে তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ফিরে আসেন, যেখানে তিনি কর্মজীবনের বাকি অংশ কাটান। তিনি ১৯৫২ সালে ভূকম্পনবিদ্যার অধ্যাপক নিযুক্ত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Hough 2007, পৃ. 10