চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব
![]() |
|||
পূর্ণ নাম | চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব | ||
---|---|---|---|
ডাকনাম | - | ||
প্রতিষ্ঠিত | ১৯৮৮ | ||
মাঠ | ফতোরদা স্টেডিয়াম, মারগাও, গোয়া |
||
ধারণক্ষমতা | ৩৫,০০০ | ||
চেয়ারম্যান | জোয়াকিম আলেমাও | ||
Head Coach | এমেকা এজুগো | ||
লীগ | আই-লিগ | ||
২০০৭-০৮ | দ্বিতীয় | ||
|
চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব, গোয়ার সালসেটে অবস্থিত একটি ভারতীয় ফুটবল ক্লাব। বর্তমানে এই ক্লাবটি আই-লিগের প্রথম ডিভিশনে প্রতিদ্বন্দিতা করে।
পরিচ্ছেদসমূহ
ইতিহাস[সম্পাদনা]
চার্চিল ব্রাদার্স এসোসিয়েশন ১৯৮৮ সালে ওয়ারকা ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়। একটি মরসুম ওয়ারকা ক্লাব হিসেবে থাকার পর তারা ব্রাদারস স্পোর্টিং ক্লাব হিসেবে নাম পরিবর্তন করে। পরে চার্চিল ব্র্যাজ আলেমো ক্লাবটি কিনে নিলে তাদের নামানুসারে চার্চিল ব্রাদার্স এসসি নামকরণ করে ।
খেলোয়াড়[সম্পাদনা]
নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফা যোগ্যতার নিয়ম অধীন নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
তারকা প্রদর্শনকারীদের গাঢ় রঙে দেখানো হলো।