চারণভূমি


চারণভূমি (ল্যাটিন pastus শব্দ থেকে, যার অর্থ "খাওয়ানো") হলো এমন জমি, যেখানে পশুরা ঘাস খেয়ে চারণ করে।[১]
চারণভূমির প্রকারভেদ
[সম্পাদনা]সংকীর্ণ অর্থে, চারণভূমি হচ্ছে বেড়া দেওয়া কৃষিজমি, যেখানে ঘোড়া, গরু, ভেড়া ও শূকর জাতীয় গৃহপালিত পশু চারণ করে। এ ধরনের জমিতে জন্মানো চারা ঘাস সাধারণত ঘাস, কিছু ডালজাতীয় উদ্ভিদ, এবং অন্যান্য শাকজাতীয় গাছপালার সমন্বয়ে গঠিত হয়। চারণভূমি সাধারণত গ্রীষ্মকালে ব্যবহার করা হয়। অন্যদিকে ঘাসের মাঠ বা মেডো চারণের আগে কেটে ঘাসের গাদা বা খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়।[২]
প্রশস্ত অর্থে চারণভূমির অন্তর্ভুক্ত হয় রেঞ্জল্যান্ড, বেড়াহীন পশুপালন ব্যবস্থা, এমনকি বন্য পশুর চারণ ও পাতা খাওয়ার জমিও। রেঞ্জল্যান্ড-এর চেয়ে সাধারণ চারণভূমি অধিক পরিচর্যায় পরিচালিত হয়। এতে বীজ বপন, সেচ এবং সার প্রয়োগের মতো কৃষি কার্যক্রম থাকে। অপরদিকে, রেঞ্জল্যান্ড-এ মূলত প্রাকৃতিক উদ্ভিদ জন্মে এবং ব্যবস্থাপনা তুলনামূলকভাবে সীমিত—যেমন নিয়ন্ত্রিত আগুন লাগিয়ে নির্দিষ্ট এলাকায় ঘাস পুনরায় জন্মানো।
চারণভূমি ব্যবস্থাপনায় মাটির ধরন, ন্যূনতম বার্ষিক তাপমাত্রা এবং বৃষ্টিপাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।[৩]


শিপওয়াক হলো এমন ঘাসভূমি, যেখানে ভেড়া অবাধে চলাচল ও চারণ করতে পারে। শিপওয়াক-এর উৎপাদনশীলতা নির্ধারিত হয় প্রতি এককে কত ভেড়া রাখা যায়, তার উপর ভিত্তি করে। এর উপর প্রভাব ফেলে সেখানে থাকা শিলার ধরনও।[৪] উল্লেখযোগ্যভাবে, শিপওয়াক নামের কিছু শহর আয়ারল্যান্ডের রসমন কাউন্টি ও ফারমানা কাউন্টি-তেও রয়েছে।
কারখানাভিত্তিক পশুপালনের তুলনায়, চারণভূমিতে গৃহপালিত জাবর কাটা প্রাণী ঘাস খেয়ে থাকে, যা অনেক বেশি প্রাকৃতিক এবং সাধারণত তাদের জন্য উপযোগী। বিশেষত, শুষ্ক বা পার্বত্য অঞ্চলে, যেখানে চাষাবাদ কঠিন, সেখানে উট, ছাগল, হরিণ, যাক ইত্যাদি পশু চারণ করে। এসব প্রাণী সাধারণত কারখানাভিত্তিকভাবে পালন করা যায় না। আর্দ্র জলবায়ুতে মুক্ত চারণ ও জৈব খামারব্যবস্থার মাধ্যমে চারণভূমি পরিচালিত হয়। কিছু নির্দিষ্ট পশু নির্দিষ্ট প্রকারের চারণভূমিতে খাওয়ার জন্য অভিযোজিত। অনেক সময় এসব প্রাণীর সার ও চারণের ফলে জমির গুণমান বাড়ে এবং ওই প্রাণী ও চারণভূমির মধ্যে একটি বাস্তুতন্ত্র গড়ে ওঠে।[৫]
চারণভূমির বিভিন্ন ধরন
[সম্পাদনা]- বোকাজ
- ঘাসভূমি
- হিথল্যান্ড
- মাখায়ার
- মাকুই
- মুরল্যান্ড
- পাম্পাস
- পত্রোরো
- প্রেইরি
- রেঞ্জল্যান্ড
- রাফ প্যাস্টার
- সাভান্না
- বহুবৈচিত্র্যময় সেচিত চারণভূমি
- স্টেপ
- উড প্যাস্টার
- ভেল্ড
-
ইংল্যান্ডের হেরেফোর্ডশায়ারের ব্রেডেনবারিতে রেড হিল ফার্ম ও ভেড়ার চারণভূমি
-
ইংল্যান্ডের ইস্ট রাইডিংয়ে একটি চারণভূমি
-
ইতালির বসকো কিয়েসানুোভা-তে তুষারে ঢাকা চারণভূমি
আরও দেখুন
[সম্পাদনা]টীকা
[সম্পাদনা]- ↑ "pasture"। মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি (ইংরেজি ভাষায়)।
- ↑
"Pasture"। New International Encyclopedia। ১৯০৫। [[Category:উইকিপিডিয়া নিবন্ধ যাতে নিউ ইন্টারন্যাশনাল এনসাইক্লোপিডিয়া থেকে একটি উদ্ধৃতি অন্তর্ভুক্ত করা হয়েছে]]
- ↑ Tracy, Benjamin F. (২০০০)। "Patterns of plant species richness in pasture lands of the northeast United States"। Plant Ecology। 149 (2): 169–180। আইএসএসএন 1385-0237। ডিওআই:10.1023/a:1026536223478।
- ↑ R. Elfyn Hughes, "Sheep Population and Environment in Snowdonia (North Wales)", Journal of Ecology Vol. 46, No. 1, March 1958, 169-189
- ↑ "Agricultural biodiversity’s contribution to ecosystem functions" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-০১-০৮ তারিখে ড. দেবরা আই. জারভিস, CGIAR। সংগ্রহের তারিখ: ১ ডিসেম্বর ২০১৪
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে চারণভূমি সম্পর্কিত মিডিয়া দেখুন।