চাবুয়া
চাবুয়া | |
---|---|
নগর | |
অসমে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৭°২৯′ উত্তর ৯৫°১১′ পূর্ব / ২৭.৪৮° উত্তর ৯৫.১৮° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | অসম |
অসমের জেলাসমূহ | ডিব্রুগড় জেলা |
উচ্চতা | ১০৬ মিটার (৩৪৮ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭৭,২৩০ |
ভাষা | |
• সরকারি | অসমীয়া |
সময় অঞ্চল | ভারতীয় মান সময় (ইউটিসি+৫:৩০) |
চাবুয়া অসমের ডিব্রুগড় জেলাতে অবস্থিত একটি স্থান।
ইতিহাস
[সম্পাদনা]১৮২০ সালে ব্রিটিশ ইষ্ট ইণ্ডিয়া কোম্পেনি অসমে চায়ের উৎপাদন আরম্ভ করে৷ প্রথমে অসমের চাবাগান পাতা হয়েছিল চাবুয়াতে ১৮৩৭ সালে৷ চাবুয়া নামটি, 'চা' ও 'বুয়া' (অর্থাৎ বাগান) থেকে উৎপত্তি হয়েছে বলে কথিত।
ভৌগোলিক বিবরণ
[সম্পাদনা]চাবুয়া ভৌগোলিকভাবে ২৭°২৯′ উত্তর ৯৫°১১′ পূর্ব / ২৭.৪৮° উত্তর ৯৫.১৮° পূর্ব.[১] তে অবস্থিত৷ সাগর পৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা প্রায় ১০৬ মিটার (৩৪৭ ফুট)৷
জনসংখ্যা
[সম্পাদনা]২০০১ সালের ভারতের লোকগণনা অনুসারে, চাবুয়ার মোট জনসংখ্যা ৭৭২৩০ জন৷[২] এর ৫১% পুরুষ তথা ৪৯% মহিলা৷ এখানকার গড় সাক্ষরতার হার ৮৮%৷ পুরুষ ও মহিলার পৃথকভাবে সাক্ষরতার হার ক্রমান্বয়ে ৮৩% ও ৭২%৷ এর মোট জনসংখ্যার প্রায় ১১% ছয় বছরের অনূর্ধ্ব।
যাতায়াত ব্যবস্থা
[সম্পাদনা]চাবুয়াকে ৩৭ নং জাতীয় সড়ক অন্যান্য স্থানসমূহের সাথে সংযোগ করেছে৷
শিক্ষা
[সম্পাদনা]বিদ্যালয় —
- জাতীয় বিদ্যালয়, চাবুয়া
- রাষ্ট্রীয় হিন্দী বিদ্যালয়
- অসম বিদ্যাপীঠ
মহাবিদ্যালয়
- চাবুয়া কনিষ্ঠ মহাবিদ্যালয়
রাজনীতি
[সম্পাদনা]চাবুয়া লক্ষীমপুর (লোকসভা কেন্দ্র)র অন্তর্ভুক্ত৷[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Falling Rain Genomics, Inc - Chabua"। ৩ নভেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৯।
- ↑ GR error: 1=ভারত
- ↑ "List of Parliamentary & Assembly Constituencies" (পিডিএফ)। অসম। Election Commission of India। ২০০৬-০৫-০৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৬।