চাঁদনী (মালয়ালম অভিনেত্রী)
চাঁদনী | |
---|---|
জন্ম | চাঁদনী গীতা |
পেশা | অভিনেত্রী, গায়িকা |
কর্মজীবন | ২০১৩ - বর্তমান |
দাম্পত্য সঙ্গী | বিষ্ণু (বি. ২০১৭) [১] |
চাঁদনী গীতা ওরফে চাঁদনী একজন মালায়ালাম চলচ্চিত্র অভিনেত্রী। চাঁদনী প্রবীণ পরিচালক কামালের সেলুলয়েড সিনেমায় তার অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। [২] অভিনয় ছাড়া তিনি একজন সংগীত শিল্পী ও গায়িকা। বিনোদন জগতে তিনি প্রথম পদার্পন করেছিলেন এক সংগীত প্রতিযোগীতায় আওংশগ্রহনের মাধ্যমে।
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]চাঁদনীর জন্ম কোল্লাম শহরের ভাদাক্কেভিলায় । [৩] তিনি ফাতিমা মাতা ন্যাশনাল কলেজে থেকে বি.কম ডিগ্রি অর্জন করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]মাজহাবিল মনোরমা নামক আঞ্চলিক টিভি চ্যানেলের একটি সঙ্গীত-ভিত্তিক প্রতিযোগীতামূলক রিয়েলিটি শোতে অংশগ্রহণকারী হিসেবে চাঁদনী তার কর্মজীবন শুরু করেছিলেন । [৪] এই প্রতিযোগীতায় অংশগ্রহন করার মাধ্যমে তিনি বিনোদন জগতে পরিচিতি পান।
তিনি প্রবীন পরিচালক কামালের পরিচালনার অধীনে নির্মিত সেলুলয়েড নামক মালয়ালম ভাষার চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ন ভূমিকায় অভিনয় করার সুযোগ পান। এটি ছিল তার প্রথম অভিনয় প্রকল্প। [৫] এই চলচ্চিত্রে তিনি পৃথ্বীরাজ সুকুমারন, মোহন্দাস ইত্যাদি জনপ্রিয় মালয়ালম চলচ্চিত্রের অভিনেতাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলেন। সেলুলয়েড ছিল মালয়ালম চলচ্চিত্র জগতের জানা আজানা কাহিনী নিয়ে নির্মিত এক জীবনিমূলক চলচ্চিত্র। চাঁদনী সেলুলয়েড সিনেমায় অভিনেত্রী রোজির চরিত্রে অভিনয় করেছিলেন। এই চরিত্রের মাধ্যমে তিনি বিনোদন জগতে আরো পরিচিতি পান এবং সাফল্যের আস্বাদ অনুভব করেন। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি সেলুলয়েড চলচ্চিত্র দেশীয় এবং আন্তর্জাতিক বহু ক্ষেত্রে প্রদর্শিত হয় এবং পুরস্কৃত হয়।
চাঁদনী ২০১৫ সালে নেগালুকাল এবং ভাক্কু নামক আরো দুটি মালয়ালম চলচ্চিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন। এদের প্রাথমিক চিত্রগ্রহনের কাজ শেষ হয়েছে এবং মুক্তির অপেক্ষায় আছে।
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | মন্তব্য | Ref. |
---|---|---|---|---|---|
২০১৩ | সেলুলয়েড | পিকে রোজি | মালায়ালাম | প্রথম সিনেমা | [৫] |
২০১৫ | ঘোষিত হবে | অপ্রকাশিত | [৬] | ||
ভাক্কু |
টেলিভিশন
[সম্পাদনা]চাঁদনী তার কর্মজীবন শুরু করেছিলেন মালায়ালাম টিভি চ্যানেল, মাজহাভিল মনোরমা- তে একটি সঙ্গীত-ভিত্তিক রিয়েলিটি শোতে অংশগ্রহণকারী হিসেবে। এই রিয়েলিটি শো -এর মাধ্যমে তিনি পরিচিতি পেয়েছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Celluloid fame Chandni gets married - Times of India"। The Times of India।
- ↑ Manalethu, Biju Cheriyan (২২ জানুয়ারি ২০১৬)। "Chandini Geetha - Film Actress, Singer"। Cinetrooth। ৩১ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৭।
- ↑ "Geetha Chandni know for her acting in the film 'Celluloid'"। B4blaze। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২১।
- ↑ Nagarajan, Saraswathy (২০১২-১০-১১)। "Flashback in tinsel town"। The Hindu। সংগ্রহের তারিখ ২০১৭-০৬-০৯।
- ↑ ক খ "Chandni makes Celluloid debut"। Deccan Chronicle। ২৫ আগস্ট ২০১২। ২৬ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১২।
- ↑ "Chandni to don de-glam avatar again!"। Times of India। ২০১২-১০-১১। সংগ্রহের তারিখ ২০১৫-০২-১৯।