চাঁদনি চক, ঢাকা
অবয়ব
চাঁদনি চক হল বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম বিখ্যাত বাজার। এটি মিরপুর সড়কে[১] নিউ মার্কেটের উল্টোদিকে অবস্থিত।[২] এটি নিউ মার্কেট থানার অধীনস্থ একটি এলাকা।[৩] এটি সপ্তাহের মঙ্গলবারে বন্ধ থাকে।[৪] এখানে প্রায় ১০,০০০ লোক কাজ করে ও ১,২০০ টিরও বেশি দোকান রয়েছে।[৫]
এখানে বেশ কিছু পোশাক, গয়না, জুতা, প্রসাধনী সামগ্রী ইত্যাদির দোকান রয়েছে। রমজানের শুরু থেকেই ঈদুল ফিতরের কেনাকাটার জন্য চাঁদনি চকে ভিড় জমে যায়।[৬]
২১শে অক্টোবর, ২০২০ তারিখে ঢাকার চাঁদনি চকের বলাকা ভবনে আগুন লাগে।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "খুলছে না রাজধানীর গাউছিয়া ও চাঁদনী চক মার্কেট"। আরটিভি অনলাইন। ৯ মে ২০২০।
- ↑ "চাঁদনি চক মার্কেটে আগুন"। ২১ অক্টোবর ২০২০।
- ↑ "দোকান বসানো নিয়ে বিরোধ ব্যবসায়ীর ছুরিকাঘাতে হকার নিহত, আহত-১"। দৈনিক ইনকিলাব। ২৩ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট বন্ধ"। সময় সংবাদ। ৩০ মার্চ ২০২১।
- ↑ "Shop owners' protest continues in New Market area" [নিউমার্কেট এলাকায় দোকান মালিকদের বিক্ষোভ অব্যাহত]। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। ৬ এপ্রিল ২০২১।
- ↑ তৌহিদুল ইসলাম তুষার (১৯ জুন ২০১৫)। "ঈদের কেনাকাটায় গাউছিয়া ও চাঁদনী চক"। এনটিভি অনলাইন।
- ↑ "Fire at Chandni Chowk Market in Dhaka" [ঢাকার চাঁদনি চক মার্কেটে আগুন]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২১ অক্টোবর ২০২০।